TRENDING:

Duplicate Ration Card: আপনারও কী রেশন কার্ড হারিয়ে গিয়েছে ? দেখে নিন ডুপ্লিকেট কার্ড তৈরির প্রক্রিয়া....

Last Updated:

অনলাইনে কী ভাবে ডুপ্লিকেট রেশন কার্ড বানাবেন ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেশন কার্ড দেশের সব নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ এই কার্ডের মাধ্যমে রেশনকার্ড হোল্ডাররা (Ration Card Holder) রেশন পাওয়া যায় ৷ প্যান কার্ড ও বাকি জরুরি ডকুমেন্টের মধ্যে রেশন কার্ড (Ration Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ৷ এবার পিএম কিষানের টাকা পাওয়ার জন্যেও রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে ৷ এর ব্যবহার একাধিক জায়গায় আইডি প্রুফ (ID Proof) হিসেবেও ব্যবহার করা হয় ৷
advertisement

আরও পড়ুন: বাতিল করা হয়েছে ৪০০-র বেশি ট্রেন, রুট বদল করা হয়েছে একাধিক ট্রেনের, দেখে নিন পুরো লিস্ট

একাধিকবার তাড়াতাড়িতে বা অন্যান্য বিভিন্ন কারণে আমদের গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় ৷ কোনও কারণে কারোর রেশন কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই ৷ কিন্তু রেশন কার্ড হারিয়ে গেলে কী করতে হবে ?

advertisement

রেশন কার্ড হারিয়ে থাকলে চিন্তা না করে আপনাকে বেশ কয়েকটি স্টেপস ফলো করতে হবে ৷ এর মাধ্যমে আপনি সহেজই ডুপ্লিকেট রেশন কার্ড তৈরি করতে পারবেন ৷ জেনে নিন অনলাইন এবং অফলাইন কী ভাবে সহজেই ডুপ্লিকেট রেশন কার্ড তৈরি করতে পারবেন ৷

আরও পড়ুন: আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? জেনে নিন এখানে

advertisement

অনলাইনে কী ভাবে ডুপ্লিকেট রেশন কার্ড বানাবেন ?

স্টেপ ০১: ডুপ্লিকেট রেশন কার্ড তৈরির জন্য সবার প্রথমে রাজ্যের খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ৷

স্টেপ ০২: ওয়েবসাইটে গিয়ে হোমপেজে ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য ক্লিক করতে হবে ৷

স্টেপ ০৩: লিঙ্কে ক্লিক করতেই আপনার সামনে একটি অনলাইন ফর্ম খুলে যাবে যেখানে আপনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে ৷

advertisement

স্টেপ ০৪: আপনার নিজের সমস্ত ডকুমেন্ট আপলোড করে এবং সাবমিট করতে হবে ৷ এই স্টেপ ফলো করে আপনি ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷

আরও পড়ুন: সস্তা হল সোনা, জেনে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম

অফলাইনে ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য কী ভাবে আবেদন করবেন ?

advertisement

স্টেপ ০১: রেশন কার্ড হারিয়ে গেলে জেলার খাদ্য বিভাগের অফিসে যেতে হবে ৷

স্টেপ ০২: পরিবারের সদস্যদের দুটি পাসপোর্ট সাইজ ছবি দেওয়া বাধ্যতামূলক ৷ এটা করার পর ডুপ্লিকেট রেশন কার্ডের ফর্ম নিতে হবে ৷

স্টেপ ০৩: ফর্ম ফিলআপ করার পর আপনাকে ডিপো হোল্ডার রিপোর্ট, পেনাল্টি ফি-র দুটি রসিদের ছাড়া আপনার পরিবারের প্রতি সদস্যের ছবি সাবমিট করতে হবে ৷

স্টেপ ০৪: ভেরিফিকেশন হওয়ার পর পেয়ে যাবেন ডুপ্লিকেট রেশন কার্ড ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর চরে জন্মানো আগাছা দিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া! বিদেশে ব্যাপক চাহিদা, ভুরিভুরি আয়
আরও দেখুন

ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য রেশন কার্ড নম্বর, সমস্ত সদস্যদের আধার কার্ড, পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজ ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য থাকা বাধ্যতামূলক ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Duplicate Ration Card: আপনারও কী রেশন কার্ড হারিয়ে গিয়েছে ? দেখে নিন ডুপ্লিকেট কার্ড তৈরির প্রক্রিয়া....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল