আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে একাধিক বিশেষ সুবিধা, জেনে নিন কী কী...
DDA হাউজিং স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া:
- প্রথমে দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটির অফিসিয়াল ওয়েবসাইট DDA ই-সার্ভিস প্ল্যাটফর্ম -এ গিয়ে DDA হাউজিং স্কিমে ক্লিক করতে হবে।
- এর পর রেজিস্ট্রেশন অপশন বেছে নিতে হবে। একটি নতুন পেজ খুলবে, যেখানে একটি ফর্ম থাকবে। ফর্মে প্যান নম্বর, আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর-সহ সমস্ত তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে। গ্রাহকের আবেদন নিশ্চিত করার জন্য ফর্মে দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে।
- আবেদনকারীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে গ্রাহককে প্যান নম্বর ব্যবহার করে পুনরায় লগ-ইন করতে হবে। যত বার লগ-ইন করা হবে, তত বার মোবাইল নম্বরে একটি করে OTP আসবে।
- লগ-ইন করা হয়ে গেলে একটি পেজ আসবে, যেখানে একটি আবেদন ফর্ম থাকবে। এ ছাড়া বাঁ দিকের মেনুতে এই তিনটি অপশন থাকবে-- DDA স্কিম (একটি স্কিম নির্বাচন করে আবেদন ফর্ম পূরণ করার জন্য), AWAS আবেদন (আবেদন ফর্ম যাচাই এবং অনলাইন পেমেন্ট করার জন্য), মাই পেমেন্ট (আবেদন ফি প্রদানের প্রমাণের জন্য)।
- আবেদন ফর্মে ব্যক্তিগত পরিচয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ঠিকানা এবং যৌথ আবেদনকারীর (প্রযোজ্য হলে) বিবরণ যথাযথ ভাবে পূরণ করতে হবে। এ ছাড়া, হাউজিং স্কিমের অধীনে বিক্রয়যোগ্য ফ্ল্যাটের আয় গ্রুপ এবং অবস্থান উল্লেখ করতে হবে।
- এর পর আবেদনকারী এবং যৌথ আবেদনকারীর (প্রযোজ্য হলে) স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
- পেজের নীচে কয়েকটি শর্ত লেখা থাকবে। আবেদনকারীকে ভালো ভাবে শর্তাবলী পড়ে তার পর ‘Declaration’ অপশনের বক্সে টিক দিতে হবে।
- টিক করা হয়ে গেলে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে সঙ্গে সঙ্গে সাবমিট (Submit) না-করে ড্রাফট (Draft) হিসেবে সেভ করে পরে আবেদন জমা দিতে পারেন।
- সেভ ড্রাফট করতে ফর্মে দেওয়া তথ্য বারবার পরিবর্তন করা যায়, যেমন-- আয় গ্রুপ বা ফ্ল্যাটের অবস্থান। সাবমিট করার আগে পর্যন্ত আবেদনকারীর কাছে এই সুবিধাটি থাকবে। সাবমিট হয়ে গেলে পুনরায় কোনও তথ্য বদলানো যাবে না। সাবমিটের পর রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
- নেট ব্যাঙ্কিং এবং NEFT/RTGS এর মাধ্যমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। আবেদন ফর্ম সাবমিট করার পর পেমেন্ট অপশন আসবে এবং সেখান থেকে ফি প্রদান করা যাবে। এ ছাড়া, বাঁ দিকের মেনুতে থাকা ‘Awas Application’ অপশনে ক্লিক করেও পেমেন্ট করা যাবে।
- ব্যাঙ্কের নাম এবং পেমেন্ট-এর প্রক্রিয়া বেছে নেওয়া হয়ে গেলে আবেদন ফর্ম নম্বর লেখা একটি ই-চালান আসবে। এই চালানেই লেখা থাকবে গ্রাহককে মোট কত টাকা ফি হিসেবে দিতে হবে। এর পর ‘Continue’ অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। আবেদনকারী চাইলে পেমেন্টের প্রমাণ হিসেবে ই-চালানের প্রিন্ট কপি নিজের কাছে রাখতে পারেন।
- আবেদনকারী যদি ফি প্রদানের জন্য ‘নেট ব্যাঙ্কিং’ প্রক্রিয়া বেছে নেন, তবে প্রথমে ব্যাঙ্কের নাম সিলেক্ট করতে হবে। এর পর সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে।
- আবেদনকারী যদি NEFT/RTGS অপশন বেছে নেন, তবে এই ক্ষেত্রেও আগে ব্যাঙ্কের নাম চয়ন করতে হবে। এর পর একটি ই-চালান আসবে। চালানের একটি প্রিন্ট কপি রেখে আবেদন ফি প্রদান করতে হবে।
- অনলাইন ফি পেমেন্ট সম্পূর্ণ হলে ‘Acknowledgement Slip’ প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে । বাঁ দিকের মেনুতে থাকা ‘My Payment’ অপশনে এই স্লিপ প্রিন্ট করা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: সম্পত্তি কেনার আগে অবশ্যই জেনে নিন স্ট্যাম্প ডিউটি চার্জ কী ভাবে ক্যালকুলেট করা হয়
DDA হাউজিং স্কিমে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি (ছবিটি jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং ছবির সাইজ ৫০kb থেকে বেশি হওয়া যাবে না)।
- আবেদনকারীর স্বাক্ষর jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং সাইজ ৫০kb-এর চেয়ে বেশি হওয়া যাবে না।
- যৌথ আবেদনকারীর ছবি jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং ছবির সাইজ ৫০kb-এর মধ্যে থাকতে হবে (প্রযোজ্য হলে)।
- যৌথ আবেদনকারীর স্বাক্ষর jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং সাইজ ৫০kb-এর মধ্যে হতে হবে (প্রযোজ্য হলে)।
Location :
First Published :
December 12, 2021 9:23 AM IST