TRENDING:

DDA Housing Scheme: ডিডিএ হাউজিং স্কিমের জন্য কী ভাবে আবেদন করতে হবে?

Last Updated:

DDA হাউজিং স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া:

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি (DDA) প্রতি বছর নতুন হাউজিং স্কিম লঞ্চ করে, যার অধীনে গ্রাহকেরা দিল্লি শহরের বিভিন্ন জায়গায় এই সরকারি সংস্থা দ্বারা বানানো ফ্ল্যাট কিনতে পারেন। নিম্ন আয় গ্রুপ (LIG), মধ্য বা মাঝারি আয় গ্রুপ (MIG) এবং উচ্চ আয়ের গ্রুপ (HIG)-- এই তিন ধরনের গ্রুপে ক্রেতাদের বিভক্ত করে আবাসন ইউনিটগুলি তৈরি করা হয়। স্বাভাবিক ভাবেই, HIG ফ্ল্যাটগুলির দাম সব থেকে বেশি হয় এবং LIG ফ্ল্যাটের দাম সব থেকে কম হয়। এই ফ্ল্যাট পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয়। এর পর লাকি-ড্র লটারির মাধ্যমে নির্বাচিত করে শুধুমাত্র লাকি নম্বরগুলিকে অনুমোদন দেওয়া হয়।
advertisement

আরও পড়ুন:  ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে একাধিক বিশেষ সুবিধা, জেনে নিন কী কী...

DDA হাউজিং স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া:

  • প্রথমে দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটির অফিসিয়াল ওয়েবসাইট DDA ই-সার্ভিস প্ল্যাটফর্ম -এ গিয়ে DDA হাউজিং স্কিমে ক্লিক করতে হবে।
  • এর পর রেজিস্ট্রেশন অপশন বেছে নিতে হবে। একটি নতুন পেজ খুলবে, যেখানে একটি ফর্ম থাকবে। ফর্মে প্যান নম্বর, আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর-সহ সমস্ত তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে। গ্রাহকের আবেদন নিশ্চিত করার জন্য ফর্মে দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে।
  • advertisement

  • আবেদনকারীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে গ্রাহককে প্যান নম্বর ব্যবহার করে পুনরায় লগ-ইন করতে হবে। যত বার লগ-ইন করা হবে, তত বার মোবাইল নম্বরে একটি করে OTP আসবে।
  • লগ-ইন করা হয়ে গেলে একটি পেজ আসবে, যেখানে একটি আবেদন ফর্ম থাকবে। এ ছাড়া বাঁ দিকের মেনুতে এই তিনটি অপশন থাকবে-- DDA স্কিম (একটি স্কিম নির্বাচন করে আবেদন ফর্ম পূরণ করার জন্য), AWAS আবেদন (আবেদন ফর্ম যাচাই এবং অনলাইন পেমেন্ট করার জন্য), মাই পেমেন্ট (আবেদন ফি প্রদানের প্রমাণের জন্য)।
  • advertisement

  • আবেদন ফর্মে ব্যক্তিগত পরিচয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ঠিকানা এবং যৌথ আবেদনকারীর (প্রযোজ্য হলে) বিবরণ যথাযথ ভাবে পূরণ করতে হবে। এ ছাড়া, হাউজিং স্কিমের অধীনে বিক্রয়যোগ্য ফ্ল্যাটের আয় গ্রুপ এবং অবস্থান উল্লেখ করতে হবে।
  • এর পর আবেদনকারী এবং যৌথ আবেদনকারীর (প্রযোজ্য হলে) স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড কর‍তে হবে।
  • পেজের নীচে কয়েকটি শর্ত লেখা থাকবে। আবেদনকারীকে ভালো ভাবে শর্তাবলী পড়ে তার পর ‘Declaration’ অপশনের বক্সে টিক দিতে হবে।
  • advertisement

  • টিক করা হয়ে গেলে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে সঙ্গে সঙ্গে সাবমিট (Submit) না-করে ড্রাফট (Draft) হিসেবে সেভ করে পরে আবেদন জমা দিতে পারেন।
  • সেভ ড্রাফট করতে ফর্মে দেওয়া তথ্য বারবার পরিবর্তন করা যায়, যেমন-- আয় গ্রুপ বা ফ্ল্যাটের অবস্থান। সাবমিট করার আগে পর্যন্ত আবেদনকারীর কাছে এই সুবিধাটি থাকবে। সাবমিট হয়ে গেলে পুনরায় কোনও তথ্য বদলানো যাবে না। সাবমিটের পর রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
  • advertisement

  • নেট ব্যাঙ্কিং এবং NEFT/RTGS এর মাধ্যমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। আবেদন ফর্ম সাবমিট করার পর পেমেন্ট অপশন আসবে এবং সেখান থেকে ফি প্রদান করা যাবে। এ ছাড়া, বাঁ দিকের মেনুতে থাকা ‘Awas Application’ অপশনে ক্লিক করেও পেমেন্ট করা যাবে।
  • ব্যাঙ্কের নাম এবং পেমেন্ট-এর প্রক্রিয়া বেছে নেওয়া হয়ে গেলে আবেদন ফর্ম নম্বর লেখা একটি ই-চালান আসবে। এই চালানেই লেখা থাকবে গ্রাহককে মোট কত টাকা ফি হিসেবে দিতে হবে। এর পর ‘Continue’ অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। আবেদনকারী চাইলে পেমেন্টের প্রমাণ হিসেবে ই-চালানের প্রিন্ট কপি নিজের কাছে রাখতে পারেন।
  • আবেদনকারী যদি ফি প্রদানের জন্য ‘নেট ব্যাঙ্কিং’ প্রক্রিয়া বেছে নেন, তবে প্রথমে ব্যাঙ্কের নাম সিলেক্ট করতে হবে। এর পর সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে।
  • আবেদনকারী যদি NEFT/RTGS অপশন বেছে নেন, তবে এই ক্ষেত্রেও আগে ব্যাঙ্কের নাম চয়ন করতে হবে। এর পর একটি ই-চালান আসবে। চালানের একটি প্রিন্ট কপি রেখে আবেদন ফি প্রদান করতে হবে।
  • অনলাইন ফি পেমেন্ট সম্পূর্ণ হলে ‘Acknowledgement Slip’ প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে । বাঁ দিকের মেনুতে থাকা ‘My Payment’ অপশনে এই স্লিপ প্রিন্ট করা যাবে।

আরও পড়ুন: সম্পত্তি কেনার আগে অবশ্যই জেনে নিন স্ট্যাম্প ডিউটি চার্জ কী ভাবে ক্যালকুলেট করা হয়

DDA হাউজিং স্কিমে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি (ছবিটি jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং ছবির সাইজ ৫০kb থেকে বেশি হওয়া যাবে না)।
  • আবেদনকারীর স্বাক্ষর jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং সাইজ ৫০kb-এর চেয়ে বেশি হওয়া যাবে না।
  • যৌথ আবেদনকারীর ছবি jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং ছবির সাইজ ৫০kb-এর মধ্যে থাকতে হবে (প্রযোজ্য হলে)।
  • যৌথ আবেদনকারীর স্বাক্ষর jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং সাইজ ৫০kb-এর মধ্যে হতে হবে (প্রযোজ্য হলে)।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DDA Housing Scheme: ডিডিএ হাউজিং স্কিমের জন্য কী ভাবে আবেদন করতে হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল