TRENDING:

বাড়তে চলেছে সোনার দাম? সোনায় কতটা বিনিয়োগ করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

উৎসবের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি দশ গ্রাম সোনায় দাম বেড়েছে প্রায় দু’হাজার টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিনিয়োগকারীদের জন্য পছন্দের ক্ষেত্রের বিবর্তন হচ্ছে সবসময়। এক মাস আগেও সোনার দাম বেশ কমতির দিকে ছিল, কিন্তু উৎসবের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি দশ গ্রাম সোনায় দাম বেড়েছে প্রায় দুই হাজার টাকা। বিশেষজ্ঞরা বলছেন সামনে আরও বাড়বে সোনার দাম।
advertisement

কথায় আছে সোনা সে যতই কালো হোক, তা সোনা। কথাটা কতটা সত্যি, তা আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাজারের ওঠাপড়া। গত মাসে যেখানে ৫০ হাজারের নিছে চলছিল সোনার দাম, সেখানে এই এক মাসে আবার লাফিয়ে বেড়েছে সোনার দাম।

আরও পড়ুন: বাতিল হয়েছে বিপুল সংখ্যক ট্রেন, চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট

advertisement

আসলে বিশ্ববাজারে সোনার দর এখনও ১৭০০ ডলার প্রতি আউন্সের কাছাকাছি চলে এসেছে। তাই বিনিয়োগকারীরা গত কয়েক মাস সোনার উপর বিনিয়োগে তেমন মন দিচ্ছিলেন না। কিন্তু এবার সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিনিয়োগকারীরাও মন দিয়েছেন সোনায়। কমোডিটি বিশেষজ্ঞ এবং কেডিয়া ওয়াইজরি-র নির্দেশক অজয় ​​কেডিয়া বলেছেন, “বিশ্ব বাজার বলুন বা ঘরোয়া বাজার, উভয় ক্ষেত্রে অনেক কিছু পালটে গিয়েছে, আর সেটাই বিনিয়োগকারীদের টেনে আনছে সোনায় বিনিয়োগে।”

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের দেদার সুবিধা; তবে শুধু ব্যবহার করতে জানতে হবে! দেখে নিন সেই উপায়

দুর্বল টাকায় তৈরি হচ্ছে সোনার শক্তি

ডলারের তুলনায় টাকার দাম এতটায় পড়ে গিয়েছে যে, সেটার চমক দেখা দিচ্ছে সোনার দামে। বৈদেশিক বিনিয়োগকারীদের পক্ষে আপাতত ইক্যুইটি এবং বিদেশি মুদ্রায় অর্থ লাগানো ঝুঁকির কাজ বলে মনে করা হচ্ছে। শুধু ভারতীয় মুদ্রাই নয়, বরং ইউরো, পাউন্ড সহ এশিয়ার মুদ্রা ডলারের তুলনায় ইতিহাসিক ভাবে নিচের দিকে নেমে এসেছে। এই ধরনের পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগকে আবার নিরাপদ বলেই মনে করছেন।

advertisement

উৎসবের মরশুমে তেজি সোনার চাহিদা

ঘরোয়া বাজারের কথা বলতে গেলে, উৎসবের মরশুমের কথা বলতেই হয়। ধনতেরস থেকে শুরু করে দীপাবলি সহ সব বড় উৎসবের সময়ই সোনার চাহিদা থাকে আকাশছোঁয়া। আর সেটাই সোনার দামের পালে হাওয়া জুগিয়েছে। অজয় কেডিয়া বলেছেন যে, উৎসবের মরশুম শুরু হয়ে যাওয়ায় প্রতি ১০ গ্রাম সোনা পার হতে পারে ৫৩ হাজার টাকার গণ্ডি। ডিসেম্বরের মধ্যে সোনার দাম ৫৩ হাজারের কাছাকাছি পৌঁছে যাবেই।

advertisement

মন্দার বাজারে উজ্জ্বল সোনা

আমেরিকার ফেডেরাল রিজার্ভও সুদ কমাতে বাধ্য হচ্ছে যদি বাজারে মুদ্রার সমতুল্য বজায় থাকে, এটা ভেবে। এমনটা চলতে থাকলে শেয়ার বাজার এবং ইক্যুইটি থেকে বিনিয়োগ কমে আসবে। বিনিয়োগকারীরা নিশ্চয় অন্য রাস্তা ধরবেন লাভের আশায়। আর সে রাস্তা নিঃসন্দেহে সোনার মতো কোন ধাতুতে বিনিয়োগ করা। ২০০৮ সালের মন্দার পরেও এমন ভাবে ঘুরে দাঁড়িয়েছিল সোনার দাম। করোনাকালের মধ্যেও যখন সারা বিশ্ব বাজারে মন্দা এসেছিল, সেখানে সোনার দাম ছিল রেকর্ড। তাই এবার মনে করা হচ্ছে সোনার দামে জোয়ার আসা শুধু সময়ের অপেক্ষা।

পোর্টফোলিওতে সোনা রাখতেই হবে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিশেষজ্ঞরা বলছেন যে, সামনের দিকে তাকালে এখনই সোনার বিকল্প কিছু নেই। সোনাতে বিনিয়োগ করতেই হবে। তাঁদের মতে পোর্টফলিওর ২০ শতাংশ সোনায় বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে। ইক্যুইটি বাজার থেকে তেমন লাভ না পাওয়া গেলেও, সোনা বিনিয়োগকারীকে ফেরাবে না।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়তে চলেছে সোনার দাম? সোনায় কতটা বিনিয়োগ করবেন? কী বলছেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল