TRENDING:

Dhanteras 2022: ধনতেরসে কত টাকার সোনা বিক্রি হতে চলেছে ? কী জানালেন বিশেষজ্ঞরা

Last Updated:

গত বছরের তুলনায় এবার সোনার দাম প্রায় ৪ হাজার বেড়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনেই ধনতেরস ৷ দেশের প্রায় সমস্ত সোনার দোকানে ইতিমধ্যেই ধনতেরসের অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ এই সমস্ত সোনা, রুপো বা অন্যান্য ধাতু কেনা শুভ বলে মনে হয় ৷ মনে করা হয় ধনতেরসে ধাতু কিনলে সংসারে আসে ধন ও সম্পত্তি ৷ করনোর জেরে গত দু’বছর লোকজন উৎসবে সে ভাবে সামিল হতে পারেনি ৷ তবে এবার ভাল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ধনতেরসে সবচেয়ে বেশি সোনার গয়না বিক্রি হয়ে থাকে ৷ গত বছরের তুলনায় এবার সোনার দাম প্রায় ৪ হাজার বেড়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ৷
advertisement

দিল্লির সরাফা বাজারে বর্তমানে সোনার দাম প্রায় ৫২ হাজার টাকার আশপাশে রয়েছে ৷ ২০২১ সালে ধনতেরসের সময় সোনার দাম ৪৮ হাজার টাকার আশপাশে ছিল ৷ ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ২ নভেম্বর (ধনতেরসের দিন) ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৪৭,৯০৪ টাকা ৷ ১৭ অক্টোবর ২০২২ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫২,১৭৫ টাকা ৷ করোনার প্রথম ওয়েভের পর ২০২০ সালে সোনার দাম ৫৬,২০০ হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সোনার রেকর্ড দাম ৷ ২০২০ সালে ধনতেরসে সোনার দাম কমে প্রতি ১০ গ্রামে ৫০,৫০০ টাকা হয়ে গিয়েছিল ৷

advertisement

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহকেরা সরাসরি উপকৃত! দেশের সব থেকে বড় ব্যাঙ্কের বাম্পার সিদ্ধান্ত

আরও পড়ুন: এই ভাবে বুকিং করুন ট্রেনের টিকিট, তাহলেই পেয়ে যাবেন কনফার্ম টিকিট

কী জানালেন বিশেষজ্ঞরা

আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি রিসার্চ হেড অনুজ গুপ্ত জানিয়েছেন এবার ধনতেরস ও দীপাবলির পরই বিয়ের মরশুম শুরু হতে চলেছে৷ অনেকেই বিয়ের গয়না ধনতেরসে কিনতে শুরু করে দেয় ৷ সোনার রেকর্ড দাম থেকে অনেকটাই কমে গিয়েছে সোনার দাম ৷ ফলে এবার গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

কত সোনা বিক্রি হওয়ার সম্ভাবনা ?

অনুজ গুপ্তা জানিয়েছেন ২০২০ সালে ধনতেরসে প্রায় ২০ টন সোনার গয়না বিক্রি হয়েছিল ৷ এরপর ২০২১ সালে ধনতেরসে প্রায় ৫০ টন সোনা বিক্রি হয়েছিল ৷ তবে এবছর এই সংখ্যাটা ৫৫ থেকে ৬০ টন হয়ে যেতে পারে ৷ এই হিসেব অনুযায়ী এই বছর মোট বিক্রি ৩০ হাজার কোটি টাকার হতে পারে, যা আগের বছর ২৩ হাজার কোটি টাকা ছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

চলতি বছর করবা চৌথে প্রায় ৮০০ কোটি টাকা বেশি বিক্রি হয়েছে সোনা ৷ গত বছর করবা চৌথে ২২০০ কোটি টাকার সোনার বিক্রি হয়েছিল ৷ এবার অবশ্য তা বেড়ে ৩০০০ কোটি টাকা সোনা বিক্রি হয়েছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2022: ধনতেরসে কত টাকার সোনা বিক্রি হতে চলেছে ? কী জানালেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল