বাজেট অধিবেশন শুরু হওয়ার একদিন আগে অর্থাৎ ৩১ জানুয়ারি কেন্দ্রীয় সরকার সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে বলে অনুমান করা হচ্ছে।
কোভিড লকডাউন ২০২১-২২ অর্থনৈতিক বর্ষের জিডিপি-এর ওপর চরম প্রভাব ফেলেছে যা দেশের অর্থনীতিকে একরকমের নড়বড়ে করে দিয়েছে। ফিনান্সিয়াল ইয়ার ২১-এ ভারতীয় জিডিপি ৭.৩ শতাংশ কমে গিয়েছে।
আরও পড়ুন - প্রথম বাজেট কবে পেশ করা হয়েছিল এবং ঠিক ১১টায় কেন শুরু হয় অধিবেশন? জানুন বাজেটের অজানা ইতিহাস!
advertisement
সম্প্রতি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার ফলে FY22 জিডিপি-এর V-আকৃতির পুনরুদ্ধার হবে। দেশের জিডিপি ৯.২ শতাংশ বৃদ্ধি পাবে। যদিও, করোনাভাইরাসের তৃতীয় ঢেউ এবং নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের (Omicron) আবহে এই অনুমানে পরিবর্তন দেখা যেতে পারে। তবে করোনা এই বছর অর্থনীতিকে কতটা প্রভাবিত করবে তা সময় এলেই জানা যাবে। জিডিপি বৃদ্ধির অনুমানকে এই বাজেটের কি ফ্যাক্টর বলে মনে করে হচ্ছে।
আরও পড়ুন - সবুজ নয়, কৃষির জন্য প্রয়োজন চিরসবুজ বিপ্লব, আসন্ন বাজেটে চোখ কোন দিকে
গত বছর, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কাগজবিহীন ফরম্যাটে বাজেট পেশ করা হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতানুগতিক ‘বই-খাতার’ জায়গায় হাতে একটি ট্যাবলেট নিয়ে সংসদে বাজেট পেশ করতে এসেছিলেন।
সাধারণ জনতা এবং সংসদীয় সদস্যদের (এমপি) সুবিধার্থে তিনি একটি মোবাইল অ্যাপও লঞ্চ করেন। এই অ্যাপের সাহায্যে সকল ভারতীয় নাগরিকদের খুব সহজেই সম্পূর্ণ বাজেট হাতে পাওয়ার সুবিধা প্রদান করা হয়। এই বছরে কোন ফরম্যাটে বাজেট পেশ করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।