বর্তমানে দেশে 2000, 500, 200, 100, 50, 20, 10, 5, 2 ও 1 টাকার নোট বাজারে চালু রয়েছে ৷ ১০০০ টাকার নোট ২০১৬ সালে নোটবন্দির সময় বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ৷
৫ টাকার প্রথম নোট ছাপা হয়েছিল -
১ এপ্রিল ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ৷ এর তিন বছর পর ১৯৩৮ সালে জানুয়ারি মাসে আরবিআই প্রথম বার ৫ টাকার কারেন্সি (Indian Currency) নোট জারি করেছিল ৷ এই নোটে কিং জর্জ VI-এর ছবি প্রিন্ট করা হয়েছিল ৷ স্বাধীনতার ৯ বছর আগে রিজার্ভ ব্যাঙ্ক প্রথম কারেন্সি জারি করেছিল ৷ এরপর ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা ও ১০,০০০ টাকার কারেন্সি জারি করা হয়েছিল ৷
advertisement
কোন নোট ছাপতে কত টাকা খরচা হয় (Indian Currency)
আলাদা আলাদা নোট ছাপতে আলাদা টাকা খরচা হয় ৷ ২০০ টাকা নোট ছাপার জন্য ২.৯৩ টাকা প্রতি নোটে খরচা হয় ৷ ৫০০ টাকার নোট ছাপতে খরচা হয় ২.৯৪ টাকা ৷ এই নোটে লাল কেল্লার ছবি রয়েছে ৷ অন্যদিকে ২০০০ টাকা নোট ছাপার জন্য প্রতি নোটে ৩.৫৪ টাকা খরচা হয় ৷ এটা বর্তমানে দেশের সবচেয়ে বড় নোট ৷ এই নোটের উপরে মঙ্গলযানের ছবি প্রিন্ট করা রয়েছে ৷ নোটবন্দির পর কেন্দ্রের তরফে ২০০০ টাকার নোট জারি করা হয়েছিল ৷