TRENDING:

Liquid Cash Limit: ঘরে বেশি টাকা রাখলেই বিপদ,পড়তে হবে তদন্তকারী সংস্থার জেরার মুখে! ঘরে নগদ কত টাকা রাখা যাবে - জানুন বিস্তারিত

Last Updated:

Cash Limit: সম্প্রতি পশ্চিমবঙ্গে অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি (ED)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অতীতে ইডি, আয়কর বিভাগ, সিবিআই-এর মতো বড় তদন্তকারী সংস্থাগুলি বহু জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন লোকের বাড়ি থেকে উদ্ধার করেছে নগদ কোটি কোটি টাকা। সম্প্রতি পশ্চিমবঙ্গে অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি (ED)। এটাই প্রথম নয়, আগেও ইডি-র এমন পদক্ষেপের নজির রয়েছে। তাই এক জন সাধারণ মানুষের জানা উচিত যে, বাড়িতে ঠিক নগদ কত টাকা (Cash) রাখা বাঞ্ছনীয়। কিংবা কত টাকা রাখলে কোনও সমস্যায় পড়তে হবে না (Cash limit at home)।
advertisement

বাড়িতে কত নগদ টাকা রাখা যাবে?

আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, বাড়িতে যে কোনও পরিমাণ অর্থ রাখা যেতে পারে। তবে সেই টাকা যদি তদন্তকারী সংস্থার মাধ্যমে ধরা পড়ে, তাহলে সে-ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরকে সেই টাকার উৎস সঠিক ভাবে জানাতে হবে। যদি বৈধ ভাবে টাকা উপার্জন করা হয় এবং তার সম্পূর্ণ নথিপত্র থাকে কিংবা আয়কর রিটার্ন দাখিল করা থাকে, তা-হলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু টাকা আয়ের উৎস সঠিক ভাবে জানাতে না-পারলে তদন্তকারী সংস্থা এই বিষয়ে তদন্ত শুরু করে দেবে।

advertisement

আরও পড়ুন: পেনশনভোগীদের জন্য বাম্পার খবর! NPS-এ গ্যারান্টি রিটার্ন, কেন্দ্রের বড় পরিকল্পনা

এই সংক্রান্ত কিছু জরুরি তথ্য:

বাড়িতে রাখা নগদ টাকার উৎস জানাতে ব্যর্থ হলে ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

একটি আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করলে হতে পারে জরিমানা।

সিবিডিটি (CBDT) অনুযায়ী, এক বারে ৫০০০০ টাকার বেশি জমা করা বা তোলার জন্য প্যান নম্বর প্রদান করতে হবে।

advertisement

যদি কোনও ব্যক্তি বছরে নগদ ২০ লক্ষ টাকা জমা করেন, তবে তাঁকে প্যান কার্ড এবং আধার কার্ডের বিবরণ জমা দিতে হবে।

প্যান কার্ড এবং আধার কার্ডের বিবরণ প্রদান করতে ব্যর্থ হলে জরিমানা হতে পারে ২০ লক্ষ টাকা পর্যন্ত।

নগদে ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা করা যাবে না।

নগদে ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা করার জন্য জমা দিতে হবে প্যান কার্ড এবং আধার কার্ডের কপি।

advertisement

নগদে ৩০ লক্ষ টাকার বেশি সম্পদ ক্রয়-বিক্রয় করার জন্য যে-কোনও ব্যক্তিকে পড়তে হতে পারে তদন্তকারী সংস্থার নজরদারির আওতায়।

ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করার সময় যদি কোনো ব্যক্তি একবারে ১ লক্ষ টাকার বেশি দেয় তাহলে তদন্ত হতে পারে।

আরও পড়ুন: লঙ্কা চাষ করে বিপুল লাভ! ১ লাখ ৮০ হাজার টাকার মুনাফা, জেনে নিন উপায়

advertisement

আত্মীয়দের কাছ থেকে এক দিনে ২ লক্ষ টাকার বেশি নগদ নেওয়া যাবে না। নিতে হলে তা ব্যাঙ্কের মাধ্যমে নিতে হবে।

নগদ অনুদানের সীমা ২০০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে।

এক জন ব্যক্তি অন্য কোনও ব্যক্তির কাছ থেকে নগদ ২০ হাজার টাকার বেশি ঋণ নিতে পারবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকার বেশি নগদ তোলার উপর ধার্য করা হবে টিডিএস (TDS)।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Liquid Cash Limit: ঘরে বেশি টাকা রাখলেই বিপদ,পড়তে হবে তদন্তকারী সংস্থার জেরার মুখে! ঘরে নগদ কত টাকা রাখা যাবে - জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল