আরবিআই-এর এই ঘোষণায় পুজোর মুখে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। গাড়ি এবং বাড়ির লোনে বেশি টাকা গুণতে হবে। বলে রাখা ভাল, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে। বর্তমানে রেপো রেট ৫.৪০ থেকে বেড়ে ৫.৯০ শতাংশ হয়েছে।
আরও পড়ুন: ফের ৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, এই নিয়ে টানা ৪ বার, বাড়ি-গাড়িতে সুদ হার বাড়বে
advertisement
হোম লোনে ইএমআই বাড়তে চলেছে: ধরা যাক একজন ব্যক্তি ৫০ লাখ টাকা হোম লোন নিয়েছেন। ঋণ শোধের সময়কাল ২০ বছর। বর্তমানে গৃহঋণের সুদের হার ৮.০৫ শতাংশ হলেও রেপো রেট বৃদ্ধির পর তা এখন বেড়ে দাঁড়াবে ৮.৫৫ শতাংশে। এতে ঋণের মেয়াদ ২ বছর তিন মাস বাড়বে। এর ফলে গ্রাহককে সুদ হিসেবে অতিরিক্ত ১১ লাখ টাকা দিতে হবে। ইএমআই এক থাকলেও এটা হবে।
আরও পড়ুন: রেপো রেট থেকে জিডিপি ও মুদ্রাস্ফীতি, আজকের ১০টি বড় বিষয় না জানলে আর্থিক ক্ষতি
তবে একটা বিকল্প রয়েছে। সেটা হল, ইএমআই বাড়িয়ে ঋণের মেয়াদ অপরিবর্তিত রাখা যায়। ধরা যাক কেউ ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। আগে ঋণের সুদের হার ছিল ৮.০৫। তখন তার ইএমআই ছিল ৪২,৬৯৯ টাকা। রেপো রেট বৃদ্ধির কারণে এখন এই হার হবে ৮.৫৫ শতাংশ। এর ফলে, হোম লোনের ইএমআই বেড়ে ৪৪,১৩৬ টাকা হবে। এইভাবে, প্রতি মাসে আসা ইএমআই ১৪৩৭ টাকা বাড়বে।
আসলে, রেপো রেট বাড়ানোর মানে হল ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে ব্যয়বহুল হারে ঋণ পাবে। একই সময়ে, ব্যাঙ্কগুলি এই বৃদ্ধি গ্রাহকদের কাঁধে চাপায়। যার ফলে সাধারণ মানুষের কাছে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে পড়ে। শুধু তাই নয়, নতুন লোনে সুদের হার বাড়ে। একই সঙ্গে যেসব হোম লোন বা গাড়ি লোন আগে থেকে চলছে তার ইএমআইও বেড়ে যায়।
অটো লোনও ব্যয়বহুল: যদি এখন কেউ লোন নিয়ে গাড়ি কেনার কথা ভাবেন, তাহলে নিশ্চিত থাকুন বেশি সুদ দিতে হবে। যাঁদের গাড়ি লোন চলছে তাঁদের ইএমআইও বাড়বে। ধরা যাক কেউ ৫ বছরের মেয়াদে ৫ লক্ষ টাকার গাড়ি লোন নিয়েছেন। বর্তমান সুদের হার ৯.৫ শতাংশ। সেই অনুযায়ী গাড়ির ঋণের ইএমআই হল ১০৫০১ টাকা। কিন্তু এখন রেপো রেট বৃদ্ধির কারণে সুদের হার ১০ শতাংশ এবং ইএমআই বেড়ে ১০৬২৪ টাকা হবে। অর্থাৎ, ঋণের বর্তমান মাসিক কিস্তি ১২৩ টাকা বাড়বে।