ফের ৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, এই নিয়ে টানা ৪ বার, বাড়ি-গাড়িতে সুদের হার বাড়বে!

Last Updated:

জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এর ফলে রেপো রেট এখন বেড়ে হল ৫.৯০ শতাংশ।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: মুদ্রাস্ফীতি বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে লাগাম পরাতে শুক্রবার ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এর ফলে রেপো রেট এখন বেড়ে হল ৫.৯০ শতাংশ।
সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘পরিবর্তিত রেপো রেট অবিলম্বে কার্যকর করা হবে। চলতি বছর এই নিয়ে চতুর্থ বারের মতো সুদের হার বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে আগস্টে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। এবং সুদের হার ৪.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৪০ শতাংশ করা হয়েছিল’।
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর থেকে মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু হয়। আগস্ট মাসে খুচরা মূল্যস্ফীতির হার হয়েছে ৭ শতাংশ। যার কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে আরবিআইকে।
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের এই রেপো রেট বাড়ানোর ফলে মাথায় হাত মধ্যবিত্তের। কারণ হোম লোন, ব্যক্তিগত বা গাড়ি ঋণে সুদের হার বাড়তে চলেছে। ফলে ইএমআই-ও বেশি দিতে হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাঙ্ক ক্রমাগত সুদের হার বাড়াচ্ছে। কিন্তু তারপরও কোনও কাজ হচ্ছে না। দেশে মুদ্রাস্ফীতির হার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সীমার চেয়ে এখনও বেশি। বর্তমানে তা ৭ শতাংশে রয়েছে।
advertisement
আরও পড়ুন: পঞ্চমীর দিনেই ভাগ্য বদল! দেখে নিন লটারির ফলাফল
ঋণ এবার আরও ব্যয়বহুল: রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে ব্যাঙ্কগুলির দেওয়া ঋণ আরও ব্যয়বহুল হবে। আসলে, ব্যাঙ্কের অনেক ঋণ সরাসরি রেপো হারের সঙ্গে যুক্ত। তাই রেপো রেটের যে কোনও পরিবর্তন সাধারণ গ্রাহকের কাছে সরাসরি পৌঁছায়। সময়ে সময়ে নীতিগত হার বৃদ্ধির কারণে, গৃহ ঋণের হার এখন ৮ শতাংশ অতিক্রম করবে। এমন পরিস্থিতিতে বাড়ি কিনতে সাধারণ মানুষকে খরচ করতে হবে অনেক বেশি টাকা।
advertisement
আরও পড়ুন: আগামী কয়েক সপ্তাহেই কি আকাশে দেখা যাবে জেট এয়ারওয়েজকে? বিমান ভাড়া নেওয়ায় আশার আলো
প্রসঙ্গত, চলতি বছরের ৮ মে, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশ করা হয়েছিল। তারপরে ৮ জুন এটি ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। অগাস্টে রেপো রেট আবার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। এবং আজ শুক্রবার ৩০ সেপ্টেম্বর, ২০২২-এ, রেপো রেট আবার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হল।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের ৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, এই নিয়ে টানা ৪ বার, বাড়ি-গাড়িতে সুদের হার বাড়বে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement