TRENDING:

Holi 2023 Bank Holiday: দোল-হোলিতে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কয়েকটি রাজ্যে, জানুন

Last Updated:

Holi 2023 Bank Holiday: RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মার্চ মাসে বিভিন্ন রাজ্যে ১২ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনের সপ্তাহে ব্যাঙ্কে গিয়ে কোনও গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করেছেন? তাহলে অবশ্যই এই প্রতিবেদনের খুঁটিনাটি পড়ে ফেলুন আগেই। কারণ, সপ্তাহের শুরুতেই এই কাজগুলি না মেটালে আপনাকে বিপদে পড়তে হতে পারে। কারণ, দোল-হোলি উপলক্ষে দেশের কয়েকটি জায়গায় তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কের কাজ ফেলে রাখার আগে ভাল করে জেনে নিন দেশের কোথায়, কবে দোল-হোলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
হোলিতে ব্যাঙ্ক বন্ধ
হোলিতে ব্যাঙ্ক বন্ধ
advertisement

৭ মার্চ ২০২৩, মঙ্গলবার হোলিকা দহন উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বেলাপুর, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, রাঁচি ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে মঙ্গলবার। ৮ মার্চ, বুধবার আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটকে হোলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ মার্চ বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

advertisement

আরও পড়ুন: শসা চাষের বিশেষ পদ্ধতি! রাজস্থানের কৃষক রাতারাতি ধনী হলে কপাল খুলবে সবারই!

RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মার্চ মাসে বিভিন্ন রাজ্যে ১২ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ফলে এই মাসে যদি আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে, তবে তা দ্রুত মিটিয়ে নিন। ৩ মার্চ- চপচার কুট উপলক্ষ্যে ছুটি থাকবে আইজলে। ৫ মার্চ- রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭ মার্চ- ধুলেতি, দোল যাত্রা, হোলি (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ৮ মার্চ- হোলি (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)

advertisement

আরও পড়ুন: মহিলাদের জন্য সুখবর! ছাগল পালন করে স্বনির্ভর হওয়ার অভিনব পথ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৯ মার্চ: হোলি (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ১১ মার্চ- দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ মার্চ- রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ মার্চ-রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ মার্চ- গুড়ি পাদওয়া, উগাদি, বিহার দিবস, তেলেগু নববর্ষের দিন (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ২৫ মার্চ- চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মার্চ- রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ মার্চ- রাম নবমী (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ব্যাঙ্কে ছুটি সাধারণত দেশের বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবের উপর ভিত্তি করে দেওয়া হয়। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএম, অনলাইন ব্যাঙ্কিং-এর মতো পরিষেবা ২৪ ঘণ্টা সচল থাকে। ফলে গ্রাহকদের এই সংক্রান্ত কাজে কোনও সমস্যা হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Holi 2023 Bank Holiday: দোল-হোলিতে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কয়েকটি রাজ্যে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল