৭ মার্চ ২০২৩, মঙ্গলবার হোলিকা দহন উপলক্ষে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বেলাপুর, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, রাঁচি ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে মঙ্গলবার। ৮ মার্চ, বুধবার আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটকে হোলি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ মার্চ বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
আরও পড়ুন: শসা চাষের বিশেষ পদ্ধতি! রাজস্থানের কৃষক রাতারাতি ধনী হলে কপাল খুলবে সবারই!
RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মার্চ মাসে বিভিন্ন রাজ্যে ১২ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ফলে এই মাসে যদি আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে, তবে তা দ্রুত মিটিয়ে নিন। ৩ মার্চ- চপচার কুট উপলক্ষ্যে ছুটি থাকবে আইজলে। ৫ মার্চ- রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭ মার্চ- ধুলেতি, দোল যাত্রা, হোলি (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ৮ মার্চ- হোলি (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)
আরও পড়ুন: মহিলাদের জন্য সুখবর! ছাগল পালন করে স্বনির্ভর হওয়ার অভিনব পথ
৯ মার্চ: হোলি (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ১১ মার্চ- দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ মার্চ- রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ মার্চ-রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ মার্চ- গুড়ি পাদওয়া, উগাদি, বিহার দিবস, তেলেগু নববর্ষের দিন (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ২৫ মার্চ- চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মার্চ- রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ মার্চ- রাম নবমী (দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধ)। ব্যাঙ্কে ছুটি সাধারণত দেশের বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবের উপর ভিত্তি করে দেওয়া হয়। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএম, অনলাইন ব্যাঙ্কিং-এর মতো পরিষেবা ২৪ ঘণ্টা সচল থাকে। ফলে গ্রাহকদের এই সংক্রান্ত কাজে কোনও সমস্যা হবে না।