TRENDING:

High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

Last Updated:

High Return Fixed Deposits: গ্রাহকদের জন্য বেশ কিছু আমানতে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: South Indian Bank ২ কোটির কম স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। গ্রাহকদের জন্য ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের ফিক্স ডিপোজিটের উপর ২.৬৫% থেকে ৬.০০% এবং বয়স্ক নাগরিকদের ৩.১৫% থেকে ৬.৫০% পর্যন্ত সুদের হার প্রদান করছে।
ফিক্সড ডিপোজিট সুদের হার
ফিক্সড ডিপোজিট সুদের হার
advertisement

অন্যদিকে, নন-সিনিয়র সিটিজেনরা ৫০০ দিনের জমার মেয়াদে সর্বোচ্চ ৭.৪০% রিটার্ন পাবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা এখন ১ বছরের জমার মেয়াদে সর্বাধিক ৭.৫০% রিটার্ন পাবেন। সাউথ ইন্ডিয়া ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিটগুলির সুদের হার ২৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ৩০ দিনের জমার উপর ২.৬৫% সুদের হার অফার করছে। ৩১ দিন থেকে ৯০ দিনের মধ্যে ডিপোজিট ৩.২৫% সুদের হার দিচ্ছে। বর্তমানে সাউথ ইন্ডিয়া ব্যাঙ্ক ৯১ থেকে ৯৯ দিনের জন্য আমানতের উপর ৪.২৫% এবং ১০০ দিনের জন্য আমানতের উপর ৫.৫০% সুদের হার অফার করছে।

advertisement

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এফডি রেট ১০১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ৪.২৫% সুদ দিচ্ছে। ১৮১ দিন থেকে ১ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর হলে ৪.৬০% সুদ মিলছে।

১ বছরে আমানতের উপর ব্যাঙ্ক এখন ৬.৬০% সুদের হার অফার করছে এবং ১ বছর ১ দিনের ফিক্সড ডিপোজিটের উপর এই ব্যাঙ্ক এখন ৭.০০% হারে সুদের হার অফার করছে। সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক এখন ১ বছর ২ দিন থেকে ৪৯৯ দিনের ডিপোজিটের উপর ৬.৫০% এবং ৫০০ দিনের বিশেষ আমানতের উপর ৭.৪০% সুদের হার অফার করছে।

advertisement

আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু

আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫০১ দিন থেকে ৩০ মাসের কম সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর এই ব্যাঙ্ক ৬.৫০% হারে সুদের হার অফার করছে। এর বাইরে বাকি মেয়াদকালের ফিক্সড ডিপোজিটের উপর সুদের আলাদা আলাদা হার রেখেছে এই ব্যাঙ্ক।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
High Return Fixed Deposits: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল