হরিয়ানা, দিল্লি এবং আরও বেশ কয়েকটি শহরে পবন মুঞ্জালের বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হয়৷ সংস্থার আর্থিক এবং ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিও খতিয়ে দেখেন আয়কর দফতরের আধিকারিকরা৷
আরও পড়ুন: মাত্র ২৫ হাজার পুঁজি নিয়ে মাসে ৫০ হাজার আয়, জানুন এই ব্যবসার খুঁটিনাটি!
আয়কর দফতরের একটি সূত্রের দাবি, পবন মুঞ্জল এবং সংস্থার পদাধিকারীদের বাড়ি ও অফিস মিলিয়ে প্রায় এক ডজন জায়গায় তল্লাশি চালানো হয়৷ কর ফাঁকি দেওয়ার সন্দেহ থেকেই এই তল্লাশি অভিযান চালানো হয়৷
advertisement
যদিও এই ঘটনার পর হিরো মোটোকর্প-এর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে আয়কর হানার জেরে সংস্থার শেয়ার দর প্রায় দেড় শতাংশ পড়ে যায়৷ পবন মুঞ্জলের নেতৃত্বে এই মুহূর্তে এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার প্রায় চল্লিশটি দেশে ব্যবসার বিস্তার ঘটিয়েছে হিরো মোটোকর্প৷ ভারতে মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বাজারই হিরোর দখলে রয়েছে৷ যদিও ফেব্রুয়ারি মাসে সংস্থার বিক্রি প্রায় ২৯ শতাংশ কমে গিয়েছিল৷