আরও পড়ুন: গোল্ড ফান্ড না কি গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করবেন? আপনার লাভ কোনটাতে?
সম্প্রতি প্রায় প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্রডের ঘটনা সামনে আসতে থাকে ৷ এর মধ্যে সামিল রয়েছে জাল পরিচয়পত্রের ঘটনাও ৷ জাল নোট, জাল রেশন কার্এড, আধার কার্ডের পাশাপাশি এবার জাল প্যান কার্ডের খবরও শুনতে পাওয়া যাচ্ছে ৷ এরকম পরিস্থিতিতে আপনার প্যান কার্ড আসল না নকল সেটা যাচাই করার জন্য নীচে দেওয়া স্টেপসগুলি ফলো করতে হবে ৷
advertisement
এই ভাবে যাচাই করে নিন আপনার প্যান কার্ড
- ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফাইলিং পোর্টালে www.incometax.gov.in/iec/foportal যেতে হবে
- বাঁ-দিকে থাকা Verify your PAN-এর লিঙ্কে ক্লিক করতে হবে
- ক্লিক করতেই খুলে যাবে একটি নতুন পেজ
- এখানে আপনার প্যান কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে
- প্যান নম্বর, পুরো নাম, জন্মদিন ও মোবাইল নম্বর দিতে হবে
- সমস্ত তথ্য দেওয়ার পর পোর্টালে একটি মেসেজ আসবে যে আপনার দেওয়া তথ্য প্যান কার্ডের সঙ্গে মিলছে কিনা
- এই ভাবে সহজেই আপনার প্যান কার্ড যাচাই করে নিতে পারবেন
অনলাইনে এই ভাবে লিঙ্ক করুন AADHAAR-PAN -
আধার ও প্যান লিঙ্ক করার জন্য www.incometaxindiaefiling.gov.in সাইটে গিয়ে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন উইন্ডো যেখানে আধার নম্বর, প্যান নম্বর, নাম, ক্যাপচা কোড দিতে হবে ৷ এরপর Link Aadhar অপশনে ক্লিক করতেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে প্যান কার্ড ৷
আরও পড়ুন: আমাদের যথেষ্ট আর্থিক নিরাপত্তা রয়েছে তো?স্ত্রীর সঙ্গে এই কথোপকথনের জন্য তৈরি হন!
এমএসএম-এর মাধ্যমে লিঙ্ক করতে পারবেন AADHAAR-PAN
মোবাইলে থেকে এমএসএম পাঠিয়েও লিঙ্ক করতে পারবেন আধার ও প্যান ৷ লিঙ্কিংয়ের জন্য 567678 या 56161 নম্বরে মেসেজ পাঠালেই লিঙ্ক হয়ে যাবে আধার ও প্যান ৷
- SMS-এ UIDPAN লিখতে হবে
- এরপর স্পেস দিয়ে ১২ অঙ্কের আধার নম্বর লিখতে হবে
- এরপর স্পেস দিয়ে ১০ অঙ্কের প্যান নম্বর লিখতে হবে
- NSDL এর জন্য 567678 নম্বরে মেসেজ পাঠাতে হবে
- UTIITL এর জন্য 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে