আর এই উদ্দ্যেশেই মহাবালেশ্বরের দৃষ্টিহীন শিল্পীদের হাতে তৈরি মোমবাতি বিয়েতে আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হবে৷ স্বদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন মোদি, করলেন আরতি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির পুত্র অনন্তের সঙ্গে এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ের কথা আগেই প্রকাশ্যে এসেছে৷ আগামী ১ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
advertisement
গত ১৯ জানুয়ারি অনন্ত এবং রাধিকার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল গুজরাতি রীতি মেনে৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল করেছিলেন অনন্ত এবং রাধিকা৷
ইউএসএ-এর ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পর অন্তত রিলায়েন্সের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন৷ জিও এবং রিলায়েন্স রিটেল ভেনচার্সে বোর্ড মেম্বারের দায়িত্ব সামলেছেন তিনি৷ রাধিকাও নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর এনকোর হেলথ কেয়ারের ডিরেক্টর পদে রয়েছেন৷ এ ছাড়াও ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবেও সুনাম রয়েছে রাধিকার৷