First Hindu temple in Abu Dhabi: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন মোদি, করলেন আরতি

Last Updated:

দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷

আবু ধাবির মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ছবি- এএনআই
আবু ধাবির মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ছবি- এএনআই
আবু ধাবি: আবু ধাবিতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এটিই আবু ধাবির আমিরশাহির প্রথম হিন্দু মন্দির৷ এই মন্দিরের উদ্বোধনের পরই কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী৷
আবু ধাবির আবু মুরেইখাহতে ২৭ একর জমির উপর তৈরি হয়েছে এই বিএপিএস মন্দির৷ যার পুরো নাম বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির৷ ২০১৯ সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়৷
আরও পড়ুন: হামাস-ইজরায়েল সংঘাতের মধ্যেই বড়সড় পদক্ষেপ! গুরুত্বপূর্ণ চুক্তি সারলেন মোদি
advertisement
সংযুক্ত আরব আমিরশাহি সরকারই এই মন্দিরের জন্য জমি দান করেছে৷ দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷
advertisement
advertisement
গত মাসে অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদির হাত দিয়ে৷ এ দিন আবু ধাবিতেও বিএপিএস মন্দিরের উদ্বোধন করে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
সংযুক্ত আরব আমিরশাহি সফর গিয়ে সেদেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ পরে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয়দের সামনে একটি অনুষ্ঠানে মোদি বলেন, এখানে উপস্থিত প্রত্যেকের হৃদয় বলছে, ভারত-ইউএই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
First Hindu temple in Abu Dhabi: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন মোদি, করলেন আরতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement