First Hindu temple in Abu Dhabi: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন মোদি, করলেন আরতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷
আবু ধাবি: আবু ধাবিতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এটিই আবু ধাবির আমিরশাহির প্রথম হিন্দু মন্দির৷ এই মন্দিরের উদ্বোধনের পরই কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী৷
আবু ধাবির আবু মুরেইখাহতে ২৭ একর জমির উপর তৈরি হয়েছে এই বিএপিএস মন্দির৷ যার পুরো নাম বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির৷ ২০১৯ সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়৷
আরও পড়ুন: হামাস-ইজরায়েল সংঘাতের মধ্যেই বড়সড় পদক্ষেপ! গুরুত্বপূর্ণ চুক্তি সারলেন মোদি
advertisement
সংযুক্ত আরব আমিরশাহি সরকারই এই মন্দিরের জন্য জমি দান করেছে৷ দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷
advertisement
#WATCH | Prime Minister Narendra Modi performs Aarti at the Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir, the first Hindu temple in Abu Dhabi. pic.twitter.com/PP5OwWFRxH
— ANI (@ANI) February 14, 2024
#WATCH | Prime Minister Narendra Modi inaugurates the Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir in Abu Dhabi. pic.twitter.com/2J5kQ1NjMu
— ANI (@ANI) February 14, 2024
advertisement
গত মাসে অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদির হাত দিয়ে৷ এ দিন আবু ধাবিতেও বিএপিএস মন্দিরের উদ্বোধন করে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
সংযুক্ত আরব আমিরশাহি সফর গিয়ে সেদেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ পরে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয়দের সামনে একটি অনুষ্ঠানে মোদি বলেন, এখানে উপস্থিত প্রত্যেকের হৃদয় বলছে, ভারত-ইউএই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 8:16 PM IST