তিনি বলেন, অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ জিএসটি ১লা অক্টোবর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই নিয়ম বাস্তবায়নের ৬ মাস পরে ফের তা পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ ৩ বছর আলোচনার পর ২৮ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
তিনি আরও বলেন, GST কাউন্সিলের বৈঠকে দিল্লি, গোয়া এবং সিকিম অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ GST-এর সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং বিহার সহ অন্যান্য রাজ্যগুলি ২৮ শতাংশ করের পক্ষে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি কার্যকর করতে চায়।
আরও পড়ুন, চাকুরিজীবীদের জন্য সুখবর! PF অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা, কীভাবে দেখবেন, জানুন
আরও পড়ুন, কাকভোরে কেঁপে উঠল ঘরবাড়ি! দেশের এই এলাকায় জোরালো ভূমিকম্প
অর্থমন্ত্রী জানান, বাদল অধিবেশনে সিজিএসটি আইন সংশোধন করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা বলেন যে অনলাইন গেমিং ইস্যুতে জিএসটি কাউন্সিলের সভায় সিদ্ধান্তটি সর্বসম্মত না হলেও, এটি সর্বসম্মতির খুব কাছাকাছি ছিল।