TRENDING:

GST Council: GST কাউন্সিলের বিরোধিতা করলে বড় অসুবিধায় পড়তে হবে রাজ্যকে, হুঁশিয়ারি সুশীল মোদির!

Last Updated:

GST Council: যে সমস্ত রাজ্য জিএসটি কাউন্সিলের প্রস্তাব মানবে না, তাদের বড় রকমের অসুবিধার মধ্যে পড়তে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিহারের পূর্ব উপমুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল কুমার মোদি (Sushil Kumar Modi) সম্প্রতি জানিয়েছেন, যে সমস্ত রাজ্য জিএসটি কাউন্সিলের (GST Council) প্রস্তাব মানবে না, তাদের বড় রকমের অসুবিধার মধ্যে পড়তে হবে। কারণ জিএসটি কাউন্সিলের সুপারিশ না মানলে তাদের অন্যান্য রাজ্যের সঙ্গে ব্যবসা করতে সমস্যায় পড়তে হবে। এই কারণেই ভারতের যে কোন রাজ্যের ক্ষেত্রে জিএসটি কাউন্সিলের সুপারিশ মেনে চলা আবশ্যক, না হলে তাদেরই অসুবিধার মধ্যে পড়তে হবে।
GST Council, GST Hike, Sushil Kumar Modi, GST
GST Council, GST Hike, Sushil Kumar Modi, GST
advertisement

আরও পড়ুন : পয়লা জুলাই কি ব্যাঙ্ক বন্ধ? জুলাই মাসে ১৪ দিন Bank Holiday! দেখুন তালিকা

২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) সেই সময়ে বিহারের ডেপুটি সিএম-এর পদে বহাল সুশীল কুমার মোদিকে জিএসটি (GST Council) টিমে জায়গা দেন। এর পর তাঁকে অধিকারপ্রাপ্ত সমিতির সম্পাদক বানানো হয়। কালক্রমে তাঁর উপস্থিতিতেই জিএসটি আইনের ড্রাফটিং হয়েছিল। মানিকন্ট্রোলের সঙ্গে কথা বলার সময় সুশীল কুমার মোদি জানিয়েছেন যে, বিগত পাঁচ বছরে জিএসটি ব্যবস্থা আরও মজবুত হয়েছে।

advertisement

রাজ্য বদলাতে পারবে না কেন্দ্রের নিয়ম -

সুশীল কুমার মোদি জানিয়েছেন শেষ পর্যন্ত সবথেকে জটিল সমস্যার সমাধান করা হয়েছে। এর ফলে যে সকল রাজ্য জিএসটি কাউন্সিলের নিয়ম মানবে না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। কারণ অন্যান্য রাজ্যের সঙ্গে তারা আর ব্যবসা করতে পারবে না। বিহারের পূর্ব উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ২০২০ সালে কেরল লটারিতে বেশি ইউনিফর্ম ট্যাক্স লাগানোর প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছিল। কিন্তু, পরে তারাও জিএসটি কাউন্সিলের (GST Council) আইন লাগু করে। এই ক্ষেত্রে আইজিএসটি আইন লাগু করা হয়। তিনি জানিয়েছেন যে কোনও রাজ্য নিজেদের আইন বদলাতে পারে। কিন্তু কেন্দ্রের আইন বদলাতে পারবে না। কারণ যে কোনও জিনিস এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে, কেন্দ্রের আইনই চূড়ান্ত হবে। সেই ক্ষেত্রে রাজ্যের আইন মেনে চলা হবে না। এর ফলে সমস্ত রাজ্যকেই কেন্দ্রের আইন মেনে নিতে হবে।

advertisement

আরও পড়ুন : গরমে চুটিয়ে শসা খাচ্ছেন নাকি? জানেন এর ফলে কী হচ্ছে আপনার শরীরে? অবশ্যই জানুন

সুপ্রিম কোর্ট নতুন কিছু জানায়নি -

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই জানিয়েছিল যে, জিএসটি কাউন্সিলের (GST Council) নিয়ম রাজ্যের জন্য বাধ্যতামূলক নয়। এই ব্যাপারে সুশীল কুমার মোদি জানিয়েছেন যে, মিডিয়া মোহিত মিনারেল প্রাইভেট লিমিটেড মামলায় জড়িত সুপ্রিম কোর্টের (Supreme Court) ব্যাখ্যাকে অন্য ভাবে তুলে ধরেছিল। এতে নতুন কিছুই নেই। কারণ সংবিধান সংশোধনে বলা হয়েছে যে জিএসটির নিয়ম আদতে রেকমেন্ডেটারি নেচারের। তিনি জানিয়েছেন জিএসটি ট্যাক্স সিস্টেম স্বাধীনতার পরে দেশের সবথেকে বড় অর্থনৈতিক বন্দোবস্ত। যখন সেই সিস্টেম শুরু হয়েছিল, তখন কিছু সমস্যা হলেও এখন সেটি ঠিক পথেই এগিয়ে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GST Council: GST কাউন্সিলের বিরোধিতা করলে বড় অসুবিধায় পড়তে হবে রাজ্যকে, হুঁশিয়ারি সুশীল মোদির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল