জানা গিয়েছে, বৈঠক থেকে জুস ভিত্তিক পানীয়ের উপর ১৮ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে। ক্যাসিনো, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে অর্থমন্ত্রীদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। জিএসটি অ্যাপিল ট্রাইবুনাল গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। জিএসটি কাউন্সিল রেট প্যানেল ট্যাক্স সম্পর্কিত কিছু বিষয়েও স্পষ্টীকরণ জারি করতে পারে বলে খবর। এছাড়াও, জিএসটি আইনের কিছু বিধানকে অপরাধমূলক বিভাগ থেকে বাদ দেওয়ার জন্য অফিসারদের কমিটির একটি প্রতিবেদন নিয়েও আলোচনা হতে পারে।
advertisement
আরও পড়ুন: ৫০০ টাকার নোট নকল এমন মেসেজ আসছে আপনার কাছে ? ভুলেও এই কাজটি করবেন না
কেন্দু পাতার উপর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করা উচিত: ওড়িশার প্রায় ৪ লাখ মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত কেন্দু পাতা। অথচ তার উপরেই ১৮ শতাংশ জিএসটি বসানো হয়েছে। এই জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ইতিমধ্যেই ওড়িশা সরকারের তরফে কেন্দু পাতা সংগ্রহের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তার কয়েক দিনের মধ্যেই নির্মলা সীতারমণকে চিঠি লিখে জিএসটি প্রত্যাহারের অনুরোধ করেন নবীন। ১৭ ডিসেম্বরের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
আরও পড়ুন: শুধু সঞ্চয় নয়, নতুন বছরে এই আকর্ষণীয় খাতে বিনিয়োগ করুন, দুহাত ভরে টাকা আসবে!
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যেই জিএসটি ক্ষতিপূরণ বাবদ ১৭ হাজার কোটি টাকা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এটা চলতি বছরের এপ্রিল-জুন মাসের ক্ষতিপূরণ বাবদ দেওয়া টাকা।
উল্লেখযোগ্য বিষয় হল, ১ ডিসেম্বর থেকে জিএসটি-র মুনাফা সংক্রান্ত সমস্ত অভিযোগের তদন্ত করবে ভারতীয় প্রতিস্পর্ধা আয়োগ বা সিআইআই। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বর্তমানে, ডিরেক্টরেট জেনারেল অফ অ্যান্টি-প্রফিটিয়ারিং (ডিজিএপি) কোম্পানিগুলিকে জিএসটি হার কমানোর বিষয়ে গ্রাহকদের অভিযোগগুলি তদন্ত করে এবং তারপরে এনএএ-কে রিপোর্ট পাঠায়। এনএএ এই অভিযোগগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়৷