TRENDING:

Gratuity in Salary: বেতন থেকে কতটা কাটছে গ্র‍্যাচুয়িটি? অফার লেটার আসার সঙ্গে সঙ্গে এইভাবে করে নিন হিসাব

Last Updated:

বেতন, বাড়ি ভাড়া, ভাতা এবং অন‍্যান‍্য সুযোগ-সুবিধার পাশাপাশি আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব একটা মনোযোগ দিইনা। তা হল কোম্পানির কাছ থেকে প্রাপ্ত গ্র্যাচুইটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকরি পাওয়ার পর প্রথমেই মনে আসে স‍্যালারি বা বেতনের কথা। তাই অফার লেটার নিয়ে সকলের উ‍ত্‍সাহ থাকে তুঙ্গে। অফার লেটার থেকেই জানা যায় কোম্পানি কত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন‍্যান‍্য সুযোগ-সুবিধা ও ভাতার সমস্ত হিসাবপ পত্রও এই অফার লেটারে করা থাকে। বেতন, বাড়ি ভাড়া, ভাতা এবং অন‍্যান‍্য সুযোগ-সুবিধার পাশাপাশি আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব একটা মনোযোগ দিইনা। তা হল কোম্পানির কাছ থেকে প্রাপ্ত গ্র্যাচুইটি।
বেতন থেকে কতটা কাটছে গ্র‍্যাচুয়িটি? অফার লেটার আসার সঙ্গে সঙ্গে এইভাবে করে নিন হিসাব
বেতন থেকে কতটা কাটছে গ্র‍্যাচুয়িটি? অফার লেটার আসার সঙ্গে সঙ্গে এইভাবে করে নিন হিসাব
advertisement

কোম্পানিতে বহুদিন চাকরি করার পর গ্র‍্যাচুয়িটির সুবিধা পাওয়া যায়। এর অর্থ অবশ‍্য এমন নয় যে গ্র‍্যাচুয়িটি পাওয়ার জন‍্য সবসময় বহুদিন চাকরি করতে হবে। এর অর্থ হল, আপনি দীর্ঘদিন চাকরি করার পরেই গ্র্যাচুইটি জানা যাবে।

বেতনে কতটা গ্র‍্যাচুয়িটি পাওয়া যাবে

কোম্পানীর কাছ থেকে অফার লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে গ্র্যাচুইটির অংশও এতে প্রদত্ত সিটিসিতে অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে যখন আপনি কোম্পানির কাছ থেকে হাতে-কলমে বেতন পান, তখন তা থেকে গ্র্যাচুইটির অংশ কেটে নেওয়া হয়। বেশিরভাগ সংস্থাই মূল বেতনের ৪.৮১% অর্থাত্‍ মূল বেতন এবং অন্যান্য ভাতাগুলি গ্র্যাচুইটি হিসাবে দেয়। ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইন অনুযায়ী, বেতনের ৪.৮১% প্রতি মাসে গ্র্যাচুইটি হিসাবে কাটা হয়।

advertisement

কতটা কাটবে গ্র‍্যাচুয়িটি

এই হিসেব অনুযায়ী, যদি একজন ব্যক্তির মোট বেতন বার্ষিক ৫ লক্ষ টাকা হয়, তবে এতে গ্র্যাচুইটির অংশ হবে ৪.৮১%। এক্ষেত্রে বার্ষিক প্রায় ২৪,০৫০ টাকা হবে৷ অর্থাৎ প্রতি মাসে আপনার বেতন থেকে প্রায় ২ হাজার টাকা কেটে নেওয়া হবে গ্র্যাচুইটিতে রাখার জন্য। গ্র্যাচুইটি প্রদান করা কোম্পানির দায়িত্ব।

আরও পড়ুন: অনলাইন কেনাকাটার জন্যে সবচেয়ে ভাল Credit Card কোনটা? রইল তালিকা!

advertisement

কখন পাওয়া যাবে গ্র‍্যাচুয়িটি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্র্যাচুইটি আইন ১৯৭২-এর অধীনে, প্রত্যেক নিয়োগকর্তাকে কর্মচারীর জন্য গ্র‍্যাচুয়িটির ব্যবস্থা করতে হবে। এই কারণেই আপনার বেতনের একটি অংশ গ্র্যাচুইটির অন্তর্ভুক্ত হবে। যদিও এটি আসলে কর্মচারীর বেতনেরই একটি অংশ, কিন্তু কোম্পানি তখনই দেয় যখন সেই কর্মচারী ওই কোম্পানির সঙ্গে একটানা ৫ বছর কাজ করেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gratuity in Salary: বেতন থেকে কতটা কাটছে গ্র‍্যাচুয়িটি? অফার লেটার আসার সঙ্গে সঙ্গে এইভাবে করে নিন হিসাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল