TRENDING:

Good News: FD থেকে বেশি সুদের জন্য পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা রাখুন

Last Updated:

সুদের টাকা, এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারির প্রথম সপ্তাহে সেভিংস অ্যাকাউন্টে চলে আসে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবসরের পর প্রবীণ নাগরিকদের আর্থিক সমস্যা যাতে না হয় তার জন্য আগে থেকেই বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করে থাকে ৷ পোস্ট অফিসের এরকম একটি সেভিংস যোজনা রয়েছে যেখানে  বেশি রিটার্নের পাশাপাশি সুরক্ষিত থাকবে আপনার টাকা ৷ স্কিমটির নাম সিনিয়র সিটিজেন স্কিম ৷ এই স্কিমটি অবশ্য কেবল  প্রবীণ নাগরিকদের জন্য ৷ এখানে ব্যাঙ্কে ডিপোজিটের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷ সঙ্গে পাওয়া যায় ট্যাক্স ছাড় ৷
advertisement

বিহারের সহরসার পোস্ট সুপারিন্টেন্ডেন্ট রাজীব রঞ্জন জানিয়েছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অত্যন্ত লাভজনক একটি স্কিম ৷ এই স্কিমটির সুবিধা কেবল প্রবীণ নাগরিকরা নিতে পারবেন ৷ কমপক্ষে ১০০০ টাকা থেকে ১৫ লক্ষ টাকা এখানে জমা করা যেতে পারে ৷ প্রত্যেক তিন মাসে স্কিমে জমা টাকার উপরে সুদ পাওয়া যায় ৷ সুদের টাকা, এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারির প্রথম সপ্তাহে সেভিংস অ্যাকাউন্টে চলে আসে ৷ বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: Pension Scheme: ন্যূনতম পেনশন ৭,৫০০! বিরাট দাবি, দরবার PM Modi-র সামনেও

আরও পড়ুন: ১ লাখে কত সুদ মিলবে? টাকা ব্যাঙ্কে রাখবেন না পোস্ট অফিসে, খতিয়ে দেখে নিন সব দিক!

৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিরা এখানে বিনিয়োগ করতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৬০ বছর ও তার বেশি বছর বয়সের ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন ৷ ভিআরএস নিয়ে থাকলে ৫৫ বছর থেকে বিনিয়োগ করা যাবে ৷ প্রতিরক্ষা বিভাগে থেকে অবসর নিয়ে ৫০ বছর বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Good News: FD থেকে বেশি সুদের জন্য পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল