বিনিয়োগের জন্য LIC আদৌ লাভজনক তো? 

এই প্রকল্পে বিনিয়োগ করার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়া খুব জরুরি ৷

যদি কোনও ব্যক্তি তাঁর বিনিয়োগে উচ্চ রিটার্ন পেতে চান, তাহলে হয়তো এলআইসি খুব একটা ভাল উপায় নাও হতে পারে।

কম ঝুঁকিতে ভাল রিটার্নের জন্য বিমাতে বিনিয়োগ করা যেতে পারে। তবে এলআইসি-র নীতি দেখে নেওয়া প্রয়োজন।

এটি এখনও সরকারি মালিকানাধীন একটি সংস্থা, যাতে ভারত সরকারের ‘সভরেইন গ্যারান্টি’ থাকে।

আয়কর আইনের ৮০সি ধারায় প্রিমিয়ামের পরিমাণের উপর করছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে। 

অর্জিত মুনাফা থেকে অতিরিক্ত উপার্জন হলে, শতাংশের হিসেবে গ্রাহকদেরও ‘বোনাস’ দেওয়া হয়।

জীবন বিমায় বিনিয়োগ করলে কোনও ব্যক্তির উপর নির্ভরশীল সদস্যরা আর্থিকভাবে রক্ষা পেতে পারেন । 

বড় অসুবিধা হল, এটি বাজারের অন্য যে কোনও পলিসির থেকে কম রিটার্ন দেয়।

যে পরিমাণ রিটার্ন পাবেন, তার থেকে অনেক বেশি রিটার্ন তিনি পেতে পারেন পিপিএফ বা ফিক্সড ডিপোজিট থেকে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন