ফসল নষ্ট হলে মিলবে আর্থিক সহায়তা
প্রাকৃতিক বিপর্যয় বা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময়ই ফসল নষ্ট হয়ে যায় ৷ এর জেরে কৃষকদের বিপুল টাকার লোকসান হয়ে থাকে ৷ ফসলে রোগ, অসময়ে বৃষ্টি, ঝড়, খরা এবং তাপমাত্রা বৃদ্ধির মতো দুর্যোগের কারণে অনকে টাকার লোকসান হয়ে যায় কৃষকদের ৷
advertisement
কোন কোন ফসলকে এই যোজনায় সামিল করা হয়েছে ?
মোট ২১টি সবজি, ফল ও মশলার ফসলকে এই যোজনায় সুরক্ষা কভার প্রদান করা হবে ৷
মিলবে ৪০,০০০ টাকার বিমা
বিমা যোজনা অনুযায়ী, কৃষকদের সবজি ও মশালার ফসলের জন্য ৭৫০ টাকা ও ফলের জন্য ১০০০ টাকা জমা করতে হবে ৷ এর বদলে কৃষকদের সবজির জন্য ৩০,০০০ টাকা এবং ফলের জন্য ৪০,০০০ টাকার বিমা সুরক্ষা দেওয়া হবে ৷
বিমার টাকা দেওয়ার জন্য একটি সার্ভে করা হবে ৷ এখানে ফসলের লোকসান ৪টি শ্রেণিতে ভাগ করা হবে -২৫ শতাংশ, ৫০ শতাংশ, ৭৫ শতাংশ ও ১০০ শতাংশ ৷ যোজনা রাজ্যজুড়ে লাগু করা হবে ৷ কৃষকরা চাইলে এই যোজনা করাতে পারবেন ৷ এটা বাধ্যতামূলক নয় ৷
কীভাবে করবেন রেজিস্ট্রেশন ?
এর জন্য কৃষকদের মেরি ফসল মেরা ব্যুরো পোর্টালে নথিভুক্ত করতে হবে ৷