আরও পড়ুন: আম জনতার জন্য বড় স্বস্তি! দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের
৪৮ হাজার টাকার নীচে ট্রেড করছে সোনা
এপ্রিল ডেলিভারি সোনার দাম এদিন ০.০৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৭৬৫০ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.০৮ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামে ৬১,০২৫ টাকা হয়েছে ৷
আরও পড়ুন: দফতর থেকে বেরোলেন নির্মলা, ‘বই-খাতা’-র বদলে এদিন সংসদে ট্যাব থেকে বাজেট পড়বেন অর্থমন্ত্রী
advertisement
বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?
বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
আরও পড়ুন: কখন, কোথায়, কীভাবে সরাসরি দেখবেন নির্মলার বাজেট?
এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷