আরও পড়ুন: সুখবর! কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য মোদি সরকার শুরু করল নতুন সুবিধা
রেকর্ড হাই থেকে ৮৩৩২ টাকা সস্তায় মিলছে সোনা
গত বছর এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন সোনা এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৮৬৮ টাকা ৷ অর্থাৎ রেকর্ড হাই থেকে ৮৩৩২ টাকা সস্তায় বিক্রি হচ্ছে সোনা ৷
advertisement
আরও পড়ুন: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় রেকর্ড উচ্চতায় জ্বালানির দাম
দেখে নিন আজ সোনা ও রুপোর দাম (Gold Silver Price)
অক্টোবর ডেলিভারির সোনার দাম এদিন ০.১৯ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৭,৮৬৮ টাকা হয়েছে ৷ শুক্রবার রুপোর দামে ০.৪৪ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ এদিন ১ কিলো রুপোর দাম কমে ৬৪,৬৪৮ টাকা হয়ে গিয়েছে ৷
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট রেট-
এখন বাড়িতে বসেই সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দেওয়ার পর আপনার মোবাইলে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
আরও পড়ুন: ৩০ মিনিট বন্ধ রইল পেট্রোল-ডিজেল বিক্রি! আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ দেখুন ছবিতে...
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
গ্রাহকরা যাতে সোনার শুদ্ধতা যাচাই করে নিতে পারেন তাই কেন্দ্র সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ ‘BIS Care app’ এর মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ এর পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও এর মাধ্যমে জানানো যাবে ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা হলমার্কিং ভুল পাওয়া গেলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
