আরও পড়ুন: এই ভাবে প্যান কার্ডের জন্য দিতে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা, ৩১ মার্চের আগে করে নিন এই কাজটি
সিঙ্গল লাইফ- এখানে পলিসি কেবল একজনের নামে হবে ৷ অর্থাৎ এই পেনশন যোজনা কেবল একজনের সঙ্গে যুক্ত হবে ৷ পলিসি হোল্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পেনশন পাবেন ৷ এরপর নমিনি বেস প্রিমিয়াম পাবেন ৷
advertisement
আরও পড়ুন: কৃষকদের জন্য সুখবর, বাজেটে বাড়নো হতে পারে কিষান সম্মান নিধি যোজনার টাকা...
জয়েন্ট লাইফ- এই যোজনায় স্বামী ও স্ত্রী দু’জনের কভারেজ থাকবে ৷ এখানে স্বামী ও স্ত্রীর মধ্যে যে বেশি দিন বেঁচে থাকবেন তিনি পেনশন পাবেন আজীবন৷ দু’জনের মৃত্যুর পর নমিনি পেয়ে যাবেন বেস প্রাইস ৷
আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো, দেখে নিন কলকাতায় ২২ ক্যারেটের দাম
কী কী সুবিধা মিলবে এই পেনশন যোজনায় (LIC Saral Pension Yojana)
১. পলিসি নেওয়ার সঙ্গে সঙ্গে পলিসি হোল্ডারের পেনশন শুরু হয়ে যাবে
২. এটা আপনার উপর নির্ভর করবে যে এই পেনশন আপনি ত্রৈমাসিক, ছ’মাস না বার্ষিক হিসেবে নিতে চান ৷ এই বিকল্প আপনি নিজে সিলেক্ট করতে পারবেন
৩. এই পেনশন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই এই পলিসি নেওয়া যেতে পারে
৪. এই যোজনায় বছরে ১২০০০ টাকা ন্যূনতম ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও সীমা নেই
৫. ৪০ থেকে ৮০ বছর বয়সের ব্যক্তিরা এই যোজনায় ইনভেস্ট করতে পারবেন
৬. পলিসি শুরু হওয়ার ছ’মাসের মধ্যে পলিসি হোল্ডার যে কোনও সময় লোন নিতে পারবেন