TRENDING:

হলমার্ক ছাড়া সোনার গয়নার শুদ্ধতাও যাচাই করতে পারবেন, দেখে নিন কত টাকা চার্জ দিতে হবে

Last Updated:

Gold Hallmarking: কোনও ব্যক্তি নিজের কাছে থাকা সোনার গয়না (যার হলমার্ক নেই) বিক্রি করতে চাইলে এই রিপোর্ট তাদের কাজে আসবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকার এবার সেই সব উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে যাদের কাছে বিআইএস (Bureau of Indian Standard-BIS)-এর শুদ্ধতার সোনার গয়না নেই ৷ এবার উপভোক্তারা হলমার্ক ছাড়া গয়নার শুদ্ধতা যাচাই করতে পারবেন সহজেই ৷ তবে এর জন্য দিতে হবে একটি নির্দিষ্ট চার্জ ৷
advertisement

সরকার একটি বয়ানে জানিয়েছে, উপভোক্তারা এখন BIS থেকে মান্যতা প্রাপ্ত যাচাইয়ের সুবিধা কেন্দ্র থেকে হলমার্ক (Hallmark) ছাড়া সোনার গয়নার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ সোনার চারটি গয়নার শুদ্ধতা যাচাই করার জন্য ২০০ টাকা দিতে হবে ৷ পাঁচটা বা তার বেশি গয়নার শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রতি ইউনিটের জন্য ৪৫ টাকা চার্জ দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: জারি নয়া রেট, দেখে নিন আজ কত টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

কোন সেন্টারে করতে পারবেন যাচাই

উপভোক্তা মামলার মন্ত্রক (The Ministry of Consumer Affairs) জানিয়েছেন, প্রয়োজনীয় হলমার্কিং সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এখানে প্রতিদিন তিন লক্ষ সোনার বস্তুর এইচইউআইডি (Hallmark Unique Identification)-র সঙ্গে যাচাই করা হচ্ছে ৷ বিআইএস এর তরফে এবার একজন আম উপভোক্তাকে বিআইএস-এর মান্যতা প্রাপ্ত Assaying and Hallmarking Centres-ACH থেকে বিনা হলমার্ক সোনার গয়নার শুদ্ধতা যাচাই করার অনুমতি দেওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: IRCTC ছাড়া ১০০-র বেশি ফুড প্লাজা খুলতে চলেছে ভারতীয় রেল

দরকারের সময় বিক্রি করা অনেকটাই সহজ হবে

উপভোক্তা মামলার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ACH ভিত্তিতে সাধারণ ভোক্তাদের কাছ থেকে সোনার গয়না পরীক্ষা করা উচিত। এরপর গ্রাহকদের শুদ্ধতার রিপোর্ট দিতে হবে ৷ শুদ্ধতা রিপোর্ট গ্রাহকদের তাদের জুয়েলারির শুদ্ধতার বিষয়ে আশ্বস্ত করবে ৷ কোনও ব্যক্তি নিজের কাছে থাকা সোনার গয়না (যার হলমার্ক নেই) বিক্রি করতে চাইলে এই রিপোর্ট তাদের কাজে আসবে ৷

advertisement

আরও পড়ুন: শনিবারের সোনার দামে আকর্ষণীয় চমক! ৫ হাজার টাকার বড়সড় পরিবর্তন

অ্যাপের মাধ্যমেও যাচাই করতে পারবেন শুদ্ধতা

সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হলমার্ক ছাড়া সোনার গয়নার শুদ্ধতাও যাচাই করতে পারবেন, দেখে নিন কত টাকা চার্জ দিতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল