ব্যাঙ্কের থেকে পুরো তথ্য জানার পরই ইনভেস্ট করবেন ৷ এক বছরের এফডি-তে যে ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদের হার মিলছে।.
বেসরকারি ব্যাঙ্ক
IndusInd ব্যাঙ্ক- ৭ শতাংশ সুদ
ইয়েস ব্যাঙ্ক- ৭ শতাংশ সুদ
RBL ব্যাঙ্ক- ৬.৮৫ শতাংশ সুদ
DCB ব্যাঙ্ক- ৬.৫০ শতাংশ সুদ
বন্ধন ব্যাঙ্ক - ৫.৭৪ শতাংশ সুদ
বিদেশি ব্যাঙ্ক-
স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাঙ্ক- ৬.৩ শতাংশ সুদ
advertisement
DBS ব্যাঙ্ক- ৪.১৫ শতাংশ সুদ
Deutsche ব্যাঙ্ক- ৪ শতাংশ সুদ
HSBC - ৩.২৫ শতাংশ সুদ
সিটি ব্যাঙ্ক- ৩ শতাংশ সুদ
ব্যাঙ্ক বাজারের ডেটা অনুযায়ী ছোট ব্যাঙ্ক এক বছরের এফডি-তে বেশি সুদের হার দিয়ে থাকে ৷ এখানে বিদেশি ব্যাঙ্কের থেকে বেশি সুদের হার পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে ৷
HDFC ব্যাঙ্কের সুদের হার ৫.১৫ শতাংশ সুদ
ICICI সুদের হার ৫.১০ শতাংশ সুদ
Axis ব্যাঙ্কের সুদের হার ৫ শতাংশ
সরকারি ব্যাঙ্ক যেমন এসবিআআই ও ব্যাঙ্ক অফ বরোদায় এফডি-তে বার্ষিক সুদের হার ৪.৯০ শতাংশ ৷