TRENDING:

সুখবর! এবার কেবল মিসড কল দিয়ে পেয়ে যাবেন LPG গ্যাসের কানেকশন

Last Updated:

কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডারের?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য ডিস্ট্রিবিউটারের অফিসে চক্কর কাটার দিন এবার শেষ ৷ এলপিজি কানেকশন (New LPG Connection) নিতে হলে এবার কেবল একটি মিসড কলেই হয়ে যাবে কাজ ৷ সহজ কয়েকটি উপায়ে পেয়ে যাবেন রান্নার গ্যাসের কানেকশন ৷
advertisement

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ট্যুইট করে জানিয়েছে, এবার থেকে কোনও ব্যক্তি 8454955555 নম্বরে মিসড কল দিলে সংস্থার তরফেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে ৷ এরপর ঠিকানার প্রমাণ পত্র ও আধার নম্বরের মাধ্যমে পেয়ে যাবেন গ্যাস কানেকশন (New LPG Connection) ৷

আরও পড়ুন: মার্চে প্রায় অর্ধেকের বেশি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

আইওসিএল-এর তরফে আরও জানানো হয়েছে, এই নম্বরের মাধ্যমে গ্রাহকরা রিফিল বুকিংও করতে পারবেন ৷ এর জন্য অবশ্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করতে হবে ৷ আপনার পরিবারের অন্য সদস্যের নামে গ্যাস কানেকশন থাকলে সেটাকেই অ্যাড্রেস প্রুফ হিসেবে দেখা হবে ৷ এর জন্য অবশ্য এজেন্সিতে গিয়ে পুরনো গ্যাস কানেকশনের কাগজপত্র জমা দিতে হবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ৷ এরপর আপনিও ওই একই অ্যাড্রেসে গ্যাস কানেকশন পেয়ে যাবেন ৷

advertisement

আরও পড়ুন: এপ্রিলে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, শীঘ্রই করিয়ে নিন রেজিস্ট্রেশন

দেশের কোথায় কোথায় মিলবে এই সুবিধা ?

আইওসি-র চেয়ারম্যান গত মাসে মিসড কলের মাধ্যমে গ্যাস কানেকশন নেওয়া (New LPG Connection) ও রিফিলের পরিষেবা চালু করেছিলেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের যে কোনও প্রান্তের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ ২০২১ জানুয়ারিতে এই পরিষেবা নির্দিষ্ট কিছু শহরে চালু করা হয়েছিল ৷ তবে বর্তমানে এখন দেশের সমস্ত শহরে এই পরিষেবা পাওয়া যাবে ৷

advertisement

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি থেকে বিপুল সস্তায় সোনা কেনার সুযোগ মিলবে!

কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার

১. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে ৷

২. ভারত বিল পেমেন্ট সিস্টেমের (BBPS) মাধ্যমে এলপিজি সিলিন্ডার রিফিল করাতে পারবেন ৷

৩. ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করা যাবে ৷

advertisement

৪. গ্রাহকরা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন ৷

৫. এছাড়া 7718955555 নম্বরে এসএমএস বা আইবিআরএস করেও বুকিং করা যেতে পারে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৬. অ্যামাজন বা পেটিএম-এর মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! এবার কেবল মিসড কল দিয়ে পেয়ে যাবেন LPG গ্যাসের কানেকশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল