বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে হেলথ ইনস্যুরেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য ভারতীয় ডাকঘর একটি আকর্ষণীয় হেলথ ইনস্যুরেন্স প্ল্যান লঞ্চ করেছে। ভারতীয় ডাক বিভাগের এই প্ল্যানের নাম হল অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পলিসি। এই বিমা পলিসির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিমাকারী ব্যক্তির দুর্ঘটনা হলে হাসপাতালে সমস্ত চিকিৎসার খরচ বহন করা হয়।
আরও পড়ুন: কখন মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুললে বেশি রিটার্ন আসবে? জেনে নিয়ে তৈরি থাকুন!
advertisement
ভারতীয় ডাক বিভাগের অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পলিসির (India Post Accidental Insurance Policy) মাধ্যমে গ্রাহকদের হাসপাতালে মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য ৬০ হাজার টাকার ওপিডি খরচ এবং ৩০ হাজার টাকার ক্লেমের সুবিধা দেওয়া হয়। এই পলিসিতে ২৯৯ টাকা থেকে শুরু করে ৩৯৯ টাকা প্রিমিয়াম দিয়ে ১০ লাখ টাকার মেডিকেল কভারের সুবিধা পাওয়া যায়। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং টাটা এআইজি (Tata AIG) যৌথভাবে এই পলিসি চালু করেছে।
আরও পড়ুন: এই ফেস্টিভ সিজনে আপনার জন্য একাধিক বিশেষ উপহার নিয়ে এসেছে ব্যাঙ্ক
এই পলিসির মাধ্যমে ১৮ বছর থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত গ্রাহকরা এই বিমার সুবিধা নিতে পারেন। এই মেডিকেল কভারের মাধ্যমে দুর্ঘটনায় মৃত্যু, স্থায়ী অথবা আংশিকভাবে অঙ্গহানি এবং প্যারালাইজড হলে ১০ লাখ টাকার সুরক্ষা পাওয়া যায়। এই ইনস্যুরেন্স পলিসিকে প্রতিবছর রিনিউ করতে হয়। এর জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank) ইনস্যুরেন্স করানোর জন্য অ্যাকাউন্ট খোলার প্রয়োজন রয়েছে।
ভারতীয় ডাক বিভাগের এই ৩৯৯ টাকার হেলথ ইনস্যুরেন্স প্ল্যানে গ্রাহকদের অন্যান্য বেশ কিছু সুবিধা দেওয়া হয়। এই ইনস্যুরেন্স প্ল্যানের মাধ্যমে দুই সন্তানের পড়াশোনার জন্য এক লাখ টাকা দেওয়া হয় এবং ১০ দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকলে প্রতিদিন ১০০০ টাকার খরচ বহন করা হয়। সুতরাং বর্তমান সময়ে সকলের জন্যই ভারতীয় ডাক বিভাগের এই ইনস্যুরেন্স প্ল্যান খুবই উপকারী। কারণ এর মাধ্যমে খুবই কম টাকা বিনিয়োগ করে ১০ লাখ টাকার সুবিধা পাওয়া সম্ভব।