আরও পড়ুন: গরমের ছুটিতে দক্ষিণ ভারত ঘোরার প্ল্যান? চালু হচ্ছে সাপ্তাহিক ট্রেন! জানুন সময়...
টাইগুন মডেলে সংস্থার তরফে প্রায় ৮৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷ 1.5-লিটার GT DSG ভেরিয়েন্ট, 1-লিটার টপলাইন ও হাইলাইনে ২৫০০০ টাকার এক্সচেঞ্জ অফারের সঙ্গে ১০ হাজার টাকার লয়েল্টি বেনিফিট মিলছে ৷ এছাড়া এই ভেরিয়েন্টগুলির সঙ্গে ১৫,০০০ টাকার ORVM সাপোর্টও দেওয়া হচ্ছে ৷ সংস্থার হাইলাইন অটোমেটিক গিয়ারবক্স অপশনে ৫০,০০০ টাকার ক্যাশ বেনিফিট দেওয়া হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: যোজনার নিয়মে হতে চলেছে বড় বদল! জেনে নিন কী হতে চলেছে .....
স্টক খালি করার জন্য দেওয়া হচ্ছে এই অফার-
ভারতীয় বাজারে Volkswagen Polo- বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ স্টক খালি করার জন্য এই গাড়িতে প্রায় ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ৷ ট্রেন্ডলাইন ও কমফর্টলাইন ভেরিয়েন্টেও অতিরিক্ত একটি অফার রয়েছে, যেখানে বিনামূল্যে একটি কানেক্ট ডঙ্গেল মিলবে ৷ বর্তমানে লিজেন্ডের জন্য কোনও অফারের বিষয়ে জানানো হয়নি যেটা Volkswagen Polo-র শেষ ভেরিয়েন্ট মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: এক সপ্তাহে প্রায় ১৬০০ টাকা সস্তা হল সোনা, দেখে নিন লেটেস্ট রেট
ভেন্টোতে মিলছে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড়
Volkswagen Vento-তে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে ৷ অফারে ২৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ১৫০০০ টাকার লয়েল্টি বেনিফিট সামিল রয়েছে ৷ অটোমেকার Volkswagen Vento-র নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অটোকারের রিপোর্ট অনুযায়ী, Volkswagen Virtus ভেন্টোর জায়গা নিতে চলেছে ৷ মে মাসে Volkswagen Virtus-র লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷