TRENDING:

Major Changes from 1st December: টান পড়তে চলেছে পকেটে! দেখে নিন আজ থেকে বাড়তে চলেছে যে সব জিনিসের দাম......

Last Updated:

দেখে নিন এক নজরে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে না হলে পড়তে হবে মুশকিলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পয়লা ডিসেম্বর অর্থাৎ আজ থেকে পকেটে টান পড়তে চলেছে মধ্যেবিত্তের ৷ এদিন থেকে বাড়তে চলেছে একাধিক জিনিস ও পরিষেবার দাম ৷ দেখে নিন এক নজরে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে না হলে পড়তে হবে মুশকিলে ৷
advertisement

১৪ বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম -

নিত্যদিনের ব্যবহারের জিনিস দেশলাইয়ের বক্সের (Matchbox) দাম বাড়তে চলেছে ৷ দেশলাইবক্সের দাম পয়লা ডিসেম্বর থেকে ১ থেকে বাড়িয়ে ২ টাকা করা হয়েছে ৷ নির্মাণ ব্যয়বৃদ্ধি এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণে দাম বাড়ানো হচ্ছে ৷ তবে ২ টাকার দেশলাইয়ের বাক্সে এবার ৩৬টি ৫০টি দেশলাইয়ের কাঠি থাকবে ৷

advertisement

আরও পড়ুন: খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!

SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজাকশনের দাম বেড়ে যাবে -

আপনি স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারী হলে আপনার জন্য রয়েছে চিন্তার বিষয় ৷ এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে করা ইএমআই ট্রানজাকশনের জন্য এবার দিতে হবে বেশি চার্জ ৷ এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড (SBICPSL) এর তরফে ঘোষণা করা হয়েছে যে এবার ইএমআই ট্রানজাকশনের জন্য ৯৯ টাকার প্রোসেসি ফি এবং তার উপর ট্যাক্স দিতে হবে ৷ নতুন নিয়ম আজ অর্থাৎ ১ ডিসেম্বর থেকে লাগু করা হবে ৷

advertisement

আরও পড়ুন: ফের বাড়ল না কমল ? দেখে নিন আজ আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম....

PNB গ্রাহকদের জন্য বড় ধাক্কা

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank- PNB) গ্রাহকদের জন্য রয়েছে বড় ধাক্কা ৷ ১ ডিসেম্বর থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে জমা টাকার উপরে সুদের হার কমাতে চলেছে ৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সুদের হার বার্ষিক ২.৯০ শতাংশ থেকে কমিয়ে ২.৮০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের প্রভাব নতুন ও পুরনো সমস্ত গ্রাহকদের পাশাপাশি এনআরআই গ্রাহকদের উপরেও পড়তে চলেছে ৷ এর আগে ১ সেপ্টেম্বর পিএনবি সেভিংসে সুদের হার কমিয়ে ২.৯০ শতাংশ করেছিল ৷

advertisement

আরও পড়ুন: খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!

এলপিজি গ্যাসের দামে বদল

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

১ ডিসেম্বর থেকে এলপিজি গ্যাসের দামে বদল করা হয়েছে ৷ একধাক্কায় ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় (Kolkata) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (Commercial Cooking Gas) দাম বেড়ে ২১৭৭ টাকা। ১লা ডিসেম্বর থেকেই বর্ধিত (Gas Price Hike)নয়া এই দাম বাণিজ্যিক গ্যাসের উপর কার্যকর হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Major Changes from 1st December: টান পড়তে চলেছে পকেটে! দেখে নিন আজ থেকে বাড়তে চলেছে যে সব জিনিসের দাম......
Open in App
হোম
খবর
ফটো
লোকাল