আরও পড়ুন: বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী, আম জনতার জন্য কী অপেক্ষা করছে ?
বাজেটে পরিকাঠামো, গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে পারেন নির্মলা। তাই এই ৩ সেক্টরের স্টকগুলির বাজার দর বাড়তে পারে বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা। মহামারীর গ্রাস থেকে অর্থনীতিকে টেনে তুলতে রাস্তা ও বন্দর নির্মাণ এবং পুনর্নবিকরণযোগ্য শক্তির জন্য বরাদ্দ বাড়াতে পারে সরকার। পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় আসার পর গত আট বছরে মাত্র ৩টি বাজেটের পর সেনসেক্স বৃদ্ধি পেয়েছে। বাকি পাঁচটি বাজেটে হয় হ্রাস পেয়েছে নয় তো গতানুগতিক লেনদেন হয়েছে।
advertisement
আরও পড়ুন: ইনকাম ট্যাক্স দেন শুধু দেড় কোটি মানুষ, তাহেল আয়কর তুলে দিলে ক্ষতি কী?
অ্যাক্সিস সিকিউরিটিজ লিমিটেডের কোয়ান্টিটিভ ইক্যুইটি রিসার্চের প্রধান নীরজ চাদাওয়ার বলছেন, ‘এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ-চালিত বৃদ্ধির উপরেই জোর দেবেন নির্মলা। পরিকাঠামো উন্নতিতেও উৎসাহ দেওয়া হবে। রাস্তা, জল, মেট্রো, রেলপথ, প্রতিরক্ষা, ডিজিটাল কাঠামো এবং সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানো বিশেষ গুরুত্বিী পাবে। তাই এই সব সেক্টরের শেয়ারগুলির চাঙ্গা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি’।
আরও পড়ুন: বেকারত্ব থেকে বিনিয়োগে ভাটা, এবারের বাজেটের আগে মোদি সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ
পরিকাঠামো: ২০২১ সালে রাস্তা, বিমান, বন্দর, শিপিং, রেলওয়ে এবং অন্যান্য ইউটিলিটি পরিষেবাগুলিতে ভারতের কোম্পানিগুলির আয় ৩৬ শতাংশ বৃদ্ধি পায়। ২০০৯ সালের পর সেবছরই সবচেয়ে বেশি লাভ মিলেছিল। এবছরও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে পলিক্যাব ইন্ডিয়া, এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, কেএনআর কনস্ট্রাকশন, পিএনসি ইনফ্রাটেক, লারসেন অ্যান্ড টুব্রো, থার্ম্যাক্স, কেইআই ইন্ডাস্ট্রিজ, এবিবি ইন্ডিয়া, সিমেন্স ইন্ডিয়া, রামকো সিমেন্টস, আল্ট্রাটেক সিমেন্ট, এসিসি, অম্বুজা, ভারত ডায়নামিক্স, ভারত ইলেকট্রনিক্সের উপর বাজি ধরা যায়।
পুনর্নবীকরণযোগ্য শক্তি: পেট্রোল-ডিজেলের উপর নির্ভরতা কমাতে ইলেকট্রিক যানবাহনের উপর জোর দিচ্ছে সরকার। সৌরশক্তি থেকে বায়োফুয়েলের ব্যবহার বাড়াতে বাড়তি বরাদ্দ মিলতে পারে এ বছর। তাই মারুতি সুজুকি ইন্ডিয়া, টাটা পাওয়ার, আদানি গ্রীন, হিরো মোটোকর্প, বাজাজ অটো, টিভিএস মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, মিন্ডা কর্পোরেশন, গ্যাব্রিয়েল ইন্ডিয়া, ডিক্সন টেকনোলজিসের বাজার দর বাড়তে পারে।
গ্রামীণ/কৃষি: সামনেই ৫ রাজ্যে ভোট। সেদিকে লক্ষ্য রেখে বাজেটে গ্রামীণ উন্নয়নে জোর দেওয়া হতে পারে। সঙ্গে কৃষকদের মন পেতে থাকতে পারে বড়সড় কোনও ঘোষণা। তাই পিআই ইন্ডাস্ট্রিজ, ধানুকা এগ্রিটেক, র্যালিস, গোদরেজ অ্যাগ্রোভেট, হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, ডাবর এবং নেসলে ইন্ডিয়ার উপর বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য/ফার্মা: শিয়রে করোনা। দ্বিতীয় ঢেউয়ের সময় স্বাস্থ্য কাঠামোর বেহাল দশা বেআব্রু হয়ে গিয়েছে। তাই এবারের বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বাড়তি নজর থাকবে বলে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল। এজন্য তাঁরা অ্যাপোলো হাসপাতাল, নারায়ণ হেলথকেয়ার, শালবি লিমিটেড, গ্ল্যান্ড ফার্মা, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, হেলথকেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ, ম্যাক্স হেলথ, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ এবং বেশিরভাগ ওষুধ প্রস্তুতকারী সংস্থার শেয়ারই বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে পারে বলে মনে করছেন।