আরও পড়ুন: এক বছরে ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে টাটা গ্রুপের এই স্টক, আপনার কাছে আছে?
ফিজিক্যাল ইন্সট্রুমেন্ট মানে হল চেক, ডিমান্ড ড্রাফ্ট, ট্রান্সফার লেটার, ব্যাঙ্কারের চেক, পে অর্ডার, যার মাধ্যমে বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য অর্থ প্রদান করেন। কিন্তু, ৩১ মার্চ থেকে এভাবে আর এমএফ ইউটিলিটিতে টাকা দেওয়া যাবে না। অর্থাৎ, বিনিয়োগকারী যদি এমএফ ইউটিলিটিগুলির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে ১ এপ্রিল, ২০২২ থেকে অর্থপ্রদানের জন্য অন্য মাধ্যম ব্যবহার করতে হবে।
advertisement
সিস্টেমের উন্নতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে এমএফ ইউটিলিটিসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গণেশ রাম বলেছেন, ‘বাজার নিয়ন্ত্রক সেবি-র নিয়ম অনুযায়ী, চেকের মাধ্যমে দেওয়া অর্থ শুধুমাত্র একটি ক্লিয়ারিং কর্পোরেশন বা একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গ্রহণ করতে পারে’। এমএফ ইউটিলিটিসের তরফে আরও জানানো হয়েছে, ২০২২-এর ১ এপ্রিল থেকে ই-কালেকশন পেমেন্ট মোড অর্থাৎ এনইএফসি বা আরটিজিএস বা আইএমপিএস-এর মাধ্যমেও পেমেন্ট করা যাবে না। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পরেই পেমেন্ট মোডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে এই কাজগুলো করতেই হবে, একবার চোখ বুলিয়ে নিন!
তাহলে এখন পেমেন্ট হবে কীসে? সংস্থার তরফে জানানো হয়েছে, আগের মতোই নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে টাকা বিনিয়োগ করা যাবে। তাছাড়া পেইজ-এর মাধ্যমেও এককালীন বা একাধিক এসআইপি-তে বিনিয়োগ করা যাবে। অর্থাৎ এই মাধ্যমগুলো ব্যবহার করে বিনিয়োগকারী সহজেই বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন।
এই প্রসঙ্গে পেইজ-এর মাধ্যমে বিনিয়োগ করার কথা বলেছেন মানি মন্ত্র-র প্রতিষ্ঠাতা বিরল ভাট। তাঁর কথায়, ‘পেইজ ব্যবহার করা অনেক সুবিধাজনক। যারা এমএফ ইউটিলিটিগুলির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন তাঁদের পেইজ-র সাইন আপ পেমেন্ট ব্যবহার করা উচিত। ছোট বিনিয়োগকারীদের জন্য ইউপিআই একটা ভালো বিকল্প’।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের নয়া রেট জারি, দেখে নিন আজ কত টাকা দাম বাড়াল তেল সংস্থাগুলি
সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এফএফ ইউলিটিস বিনিয়োগকারীদের জন্য ফিজিক্যাল সিএএন বা কমন অ্যাকাউন্ট নম্বরও বন্ধ করে দিচ্ছে। এই কমন অ্যাকাউন্ট নম্বর সমস্ত মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য একক রেফারেন্স হিসেবে কাজ করত। ১ এপ্রিল ২০২২ থেকে এই সুবিধাও আর পাওয়া যাবে না।