বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে এবং সর্বজনীন স্থানে ইভি চার্জিংকে উৎসাহ দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ওই স্টার্ট আপ সংস্থাটি। উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে ইভি চার্জিং রেট ইউনিট প্রতি ১০ টাকা। এখানে সেটাই মিলবে বিনামূল্যে।
আরও পড়ুন: মহিলাদের জন্য ধামাকা প্ল্যান এলআইসির! ২৯ টাকায় গড়বে জীবন! মেয়াদ শেষে ৪ লক্ষ টাকা
advertisement
যে সব জায়গায় বিনামূল্যে চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে: ১ জুন থেকে চার্জিং স্টেশনগুলি চালু হয়ে যাবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত বিনামূল্যে চার্জিংয়ের সুবিধা মিলবে। সাউথ এক্সটেনশনে ৩৫, বিকাজি কামা প্লেস, ডিফেন্স কলোনি, লাজপত নগর, ময়ূর বিহার, নেতাজি সুভাষ প্লেস, সাউথ ক্যাম্পাস, নেলসন ম্যান্ডেলা রোড, হাউজ খাস, গ্রিন পার্ক, গ্রেটার কৈলাস, পঞ্জাবি বাগ, রোহিণী, সাকেত, শালিমার বাগ, প্রীত বিহারে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করেছে ইলেকট্রিভা।
এই প্রসঙ্গে ‘ইলেকট্রিভা’-র প্রতিষ্ঠাতা সুমিত ধানুকা বলেছেন, ‘বৈদ্যুতিক গাড়ি পরিবেশবান্ধব। তাই জনগণকে পেট্রোল-ডিজেল থেকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরে উৎসাহ দিতেই বিনামূল্যে চার্জিংয়ের ব্যবস্থা করেছি আমরা। দিল্লিতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার আরও বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। তাই সকল বাণিজ্যিক এবং অ-বাণিজ্যিক ইভি ব্যবহারকারীদের দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যে বিনামূল্যে চার্জিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে’।
আরও পড়ুন: ঋণের ফাঁদে জর্জরিত, দেশের এই রাজ্যগুলোর অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে!
শুধু বিনামূল্যে চার্জিং নয়, কয়েকদিনের মধ্যে এই স্টেশনগুলিতে ব্যাটারি সোয়াপিংয়ের সুবিধাও মিলবে। এমনকী সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে দিল্লির আরও ১০০টি জায়গায় চার্জিং স্টেশন তৈরি করা হবে বলেও জানিয়েছেন ধানুকা। তাঁর কথায়, ‘আপাতত বিনামূল্যে চার্জিংয়ের ব্যবস্থা থাকছে। তবে খুব শীঘ্রই এখানে ব্যাটারি সোয়াপিংও চালু করা হবে। পাশাপাশি সরকারি সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বে আরও ১০০টি চার্জিং স্টেশনও চালু করা হবে।
সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি চলে দিল্লিতেই। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত দিল্লিতে কেনা মোট গাড়ির ১০ শতাংশ বৈদ্যুতিক যান। ২০২২ সালের জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ১০,৭০৭টি বৈদ্যুতিক গাড়ির বুকিং হয়েছে। এর মধ্যে ৫৮৮৮টি টু-হুইলার।