আরও পড়ুন: হোলির দিন কি আপনার শহরে খোলা রয়েছে ব্যাঙ্ক ? জেনে নিন....
পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বৃদ্ধির জেরে এবার ফিলিপিন্সে সপ্তাহে চারদিন কাজ করার ফর্মলা লাগু করার বিষয়ে পর্যালোচনা চলছে ৷ করোনার জেরে দেশের অর্থনীতি এবং বিভিন্ন সেক্টর যে ভাবে প্রভাবিত হয়েছে তাতে ফিলিপিন্স সরকার তাদের পেট্রোলিয়াম পদার্থে এক্সাইজ ট্যাক্স অনেকটাই বাড়িয়ে দিয়েছে ৷ এই ট্যাক্স কমানোর জন্য সরকারের উপরে চাপ বেড়ে চলেছে ৷ ফিলিপিন্সের অর্থমন্ত্রী জানিয়েছেন, ফুয়েল ট্যাক্স কম করার জায়গায় খরচা কমানোর জন্য সপ্তাহে চারদিন কাজ করার ফর্মুলা লাগু করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে ৷ এর জেরে না কেবল খরচা কমবে বরং ৫০ শতাংশ গরিব পরিবার-সহ প্রভাবিত সেক্টরগুলিকে সরাসরি সাহায্য করা হবে ৷
advertisement
আরও পড়ুন: ১০,০০০ টাকা জরিমানা থেকে বাঁচতে চাইলে শীঘ্রই সেরে নিন এই কাজটি .....
রাশিয়া-ইউক্রেনে চলতে থাকা যুদ্ধের জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ ফিলিপিন্স তাদের প্রয়োজনের বেশির ভাগ অশোধিত তেল আমদানি করে থাকে ৷ তেলের দাম বেশি বেড়ে যাওয়ায় বেশি টাকা দিয়ে তেল আমদানি করতে হচ্ছে ৷ এর জেরেই ট্যাক্স বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার ৷