TRENDING:

Second Richest Woman: মাত্র আঠাশেই ফোর্বস তালিকায় দ্বিতীয় এই যুবতী! ধনদৌলতের পাশাপাশি ঈর্ষণীয় তাঁর ফিটনেসও

Last Updated:

The second richest female billionaire: লুসি Scale AI-এর সহ-প্রতিষ্ঠাতা, বিশ্বের দ্বিতীয় ধনী স্ব-প্রতিষ্ঠ নারী। ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় কাইলি জেনারের পরেই তাঁর নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বের দ্বিতীয় ধনী মহিলার নাম প্রকাশ করেছে ফোর্বস। আপাতত সারা বিশ্বের নজর সেই কনিষ্ঠ ধনবতীর দিকেই। শুধু ধন-সম্পদই নয়, বিশ্বের অন্যতম ফিট সিইও হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। তিনি লুসি গুও।
মাত্র আঠাশেই ফোর্বস তালিকায় দ্বিতীয় এই যুবতী!
মাত্র আঠাশেই ফোর্বস তালিকায় দ্বিতীয় এই যুবতী!
advertisement

গত প্রায় এক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হঠাৎ উত্তাল হয়েছে পৃথিবী। ইতিমধ্যেই Scale AI নিয়ে আলোচনা শুরু হয়েছে। চর্চার কেন্দ্রে বিশ্বের সর্বকনিষ্ঠ স্ব-প্রতিষ্ঠ বিলিয়নিয়ার, Scale AI-এর সিইও আলেকজান্ডার ওয়াং। পাশাপাশি স্পটলাইটের আলো রয়েছে লুসি গুও-র উপরও। লুসি Scale AI-এর সহ-প্রতিষ্ঠাতা, বিশ্বের দ্বিতীয় ধনী স্ব-প্রতিষ্ঠ নারী। ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় কাইলি জেনারের পরেই তাঁর নাম।

advertisement

আরও পড়ুন–  রাজ্যকে বিপুল আর্থিক অনুদান বিশ্বব্যাঙ্কের ! পঞ্চায়েত ভোটের পরেই বিশ্বব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হবে রাজ্য

২০১৮ সালে লুসি Scale AI থেকে পদত্যাগ করেন। কিন্তু এখনও ওই সংস্থায় তাঁর প্রায় ৬ শতাংশ শেয়ার রয়েছে। Scale AI-এর মোট সম্পত্তির পরিমাণ এই সময় প্রায় ৭.৩ বিলিয়ন ডলার। কলেজে পড়াকালীনই ওয়াং-এর সঙ্গে মিলে এই মাল্টি-মিলিয়ন ডলার সংস্থার জন্ম দিয়েছিলেন লুসি।

advertisement

খুব ছোটবেলা থেকেই লুসির আগ্রহ ছিল কোডিংয়ের প্রতি। লুসির বাবা-মা দু’জনেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁরা লুসিকে প্রযুক্তিগত ক্ষেত্রে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই বাধা মানেননি লুসি।

কম্পিউটার সায়েন্স ডিগ্রি অর্জনের জন্য কার্নেগি মেলনে ভর্তি হন, কিন্তু ২০১৪ সালে থিয়েল ফেলোশিপ পাওয়ার পরই কলেজ ছেড়ে যান। এই ফেলোশিপে ১ লক্ষ ডলার দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। এরপর, লুসি Facebook-এ ইন্টার্নশিপ করেন এবং তারপরে তিনি Quora এবং Snapchat-এ প্রডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করেন।

advertisement

২০১৫ সালেই তাঁর সঙ্গে ওয়াং-এর দেখা। সেই বছরই তাঁরা Scale AI শুরু করেন। কিন্তু লুসি-ওয়াং জুটি এই ক্ষেত্রে কাজ করেছেন মাত্র দু’বছর। এই সময়ের মধ্যেই তাঁরা বিস্ময় তৈরি করেছেন।

আরও পড়ুন– অবসর গ্রহণের পরেই স্নাতকোত্তর স্তরের পড়াশোনা, এভাবেই তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছেন ৮১ বছরের বৃদ্ধ!

২০১৮ সালে, লুসি এবং ওয়াং ঠিক কেন আলাদা হয়ে যান, তার কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে লুসি এখনও ওই সংস্থার ৬ শতাংশ শেয়ারের মালিক। Scale AI ছাড়ার পর লুসি Backend Capital এবং Passes-এর মতো সংস্থাও খোলেন।

advertisement

জানা গিয়েছে, বর্তমানে লুসির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৪০ মিলিয়ন ডলার। কোডিংয়ের পাশাপাশি, তিনি আর্থিক বিনিয়োগ এবং ব্যবসায়িক মডেলের সাহায্যে তার ব্যাঙ্ক ব্যালান্সও বাড়িয়েছেন। এই মুহূর্তে লুসি Passes-এর সিইও পদে আসীন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে শুধুই অর্থ, প্রতিপত্তি নয়। লুসির পরিচিতি তাঁর ফিটনেসেও। বিশ্বের অন্যতম ফিট সিইও-দের একজন বছর আঠাশের লুসি।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Second Richest Woman: মাত্র আঠাশেই ফোর্বস তালিকায় দ্বিতীয় এই যুবতী! ধনদৌলতের পাশাপাশি ঈর্ষণীয় তাঁর ফিটনেসও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল