আপনার পরিবারে কোনও নতুন সদস্য সামিল হলে যেমন কোনও বাচ্চার জন্ম হলে বা বিয়ে করে কোনও সদস্য এলে তাহলে তাদের নাম রেশন কার্ডে (Ration Card News) যুক্ত করা যেতে পারে ৷ এর জন্য কয়েকটি সহজ স্টেপস ফলো করতে হবে ৷
নতুন সদস্যের যুক্ত করার জন্য কী করতে হবে ?
advertisement
রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷ যদি কোনও মেয়ে বিয়ের পরে নিজের পদবী বদলাতে চান তাহলে আধার কার্ডে বাবার জায়গায় স্বামীর নাম দিতে হবে এবং নতুন অ্যাড্রেস আপডেট করতে হবে ৷ এরপর নতুন আধার কার্ডের ডিটেল শ্বশুরবাড়ির এলাকায় উপস্থিত খাদ্য বিভাগ আধিকারিককে দিতে হবে ৷
অনলাইন ভেরিফিকেশনের পর নতুন সদস্যের নাম যুক্ত করতে পারবেন ৷ এখানে পুরনো রেশন কার্ড থেকে নিজের নাম সরিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ এর জন্য আপনার ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷ খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে হবে ৷
এই ডকুমেন্টগুলির দরকার পড়বে -
- বাচ্চার নাম যুক্ত করার জন্য বাড়ির প্রধানের (Ration Card News) রেশন কার্ড (ফটোকপি ও অরিজিনাল), বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের দু’জনের আধার কার্ড জমা দিতে হবে ৷
- বাড়ির বউয়ের রেশন কার্ডে নাম যোগ করার জন্য প্রথমে বাবার বাড়িতে থাকা রেশন কার্ড থেকে নাম সরাতে হবে ৷ তার প্রমাণ পত্র, ম্যারেজ সার্টিফিকেট, স্বামীর রেশন কার্ড ও মহিলার আধার কার্ড জমা দিতে হবে ৷