TRENDING:

Ration Card News : রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করতে চান ? দেখে নিন কী করতে হবে....

Last Updated:

রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেশন কার্ডের (Ration Card News) মাধ্যমে সরকার রাজ্যের গরিব পরিবারদের রেশন দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক জায়গায় রেশন কার্ড আইডি প্রুফ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে ৷ এলপিজি কানেকশন, ড্রাইভিং লাইসেন্স বানানো জন্যেও রেশন কার্ডের দরকার পড়ে ৷ ঠিকানার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে ৷ পরিবারের আয়ের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রেশন কার্ড হয় ৷ এছাড়া রেশন কার্ডে নয়া সদস্যের নামও যুক্ত করা যেতে পারে ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/check-subh-muhurat-of-the-day-on-panhang-for-15th-september-tc-dc-658681.html

আপনার পরিবারে কোনও নতুন সদস্য সামিল হলে যেমন কোনও বাচ্চার জন্ম হলে বা বিয়ে করে কোনও সদস্য এলে তাহলে তাদের নাম রেশন কার্ডে (Ration Card News) যুক্ত করা যেতে পারে ৷ এর জন্য কয়েকটি সহজ স্টেপস ফলো করতে হবে ৷

নতুন সদস্যের যুক্ত করার জন্য কী করতে হবে ?

advertisement

রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷ যদি কোনও মেয়ে বিয়ের পরে নিজের পদবী বদলাতে চান তাহলে আধার কার্ডে বাবার জায়গায় স্বামীর নাম দিতে হবে এবং নতুন অ্যাড্রেস আপডেট করতে হবে ৷ এরপর নতুন আধার কার্ডের ডিটেল শ্বশুরবাড়ির এলাকায় উপস্থিত খাদ্য বিভাগ আধিকারিককে দিতে হবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/new-business-opportunity-start-lemon-grass-farming-with-20-thousand-rupees-and-earn-up-to-4-lac-rupees-dc-658733.html

অনলাইন ভেরিফিকেশনের পর নতুন সদস্যের নাম যুক্ত করতে পারবেন ৷ এখানে পুরনো রেশন কার্ড থেকে নিজের নাম সরিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ এর জন্য আপনার ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷ খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/petrol-and-diesel-price-remain-unchanged-for-consecutive-10-days-dc-658695.html

advertisement

এই ডকুমেন্টগুলির দরকার পড়বে -

  1. বাচ্চার নাম যুক্ত করার জন্য বাড়ির প্রধানের (Ration Card News) রেশন কার্ড (ফটোকপি ও অরিজিনাল), বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের দু’জনের আধার কার্ড জমা দিতে হবে ৷
  2. বাড়ির বউয়ের রেশন কার্ডে নাম যোগ করার জন্য প্রথমে বাবার বাড়িতে থাকা রেশন কার্ড থেকে নাম সরাতে হবে ৷ তার প্রমাণ পত্র, ম্যারেজ সার্টিফিকেট, স্বামীর রেশন কার্ড ও মহিলার আধার কার্ড জমা দিতে হবে ৷
  3. advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card News : রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করতে চান ? দেখে নিন কী করতে হবে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল