TRENDING:

Aadhaar Card : ফ্রডের হাত থেকে বাঁচতে অবশ্যই চেক করে নিন আধার কার্ডের হিস্ট্রি.....

Last Updated:

কীভাবে চেক করবেন আধার কার্ডের হিস্ট্রি ? (How to check Aadhaar card history)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে দেশের সব নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ৷ কেবল পরিচয় পত্র হিসেবে নয় বরং একাধিক অন্যান্য ডকুমেন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ তাই এটা জেনে রাখা অত্যন্ত জরুরি যে আমাদের আধার নম্বর ঠিক কোথায় কোথায় ব্যবহার হচ্ছে ৷ UIDAI এর তরফে এই সুবিধাও দেওয়া হয়েছে যার মাধ্যমে সহজেই জানতে পারবেন যে আপনার আধার নম্বর কোথায় ব্যবহার হচ্ছে এবং আগে কোথায় ব্যবহার হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: নিয়মে বড়সড় বদল করল সরকার, এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা

আধার কার্ড সংক্রান্ত ফ্রডের ঘটনা প্রায় প্রতিদিন সামনে আসতে থাকে ৷ এর জন্য আধার কার্ডের বিষয়ে সব সময় সচেতন থাকা উচিৎ ৷ সময় সময় চেক করতে থাকে হবে যে আপনার আধার নম্বর কোথায় ব্যবহার হচ্ছে এবং কোন কোন ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে ৷ এরকম যেন না হয় যে আপনার অজান্তে আপনার আধার নম্বর অন্য ব্যক্তি অবৈধ ভাবে ব্যবহার করে চলেছেন ৷ এর জন্য সময় সময়ে আধার কার্ডের হিস্ট্রি চেক করা দরকার ৷

advertisement

আরও পড়ুন: এক ধাক্কায় অনেক পড়ল সোনার দাম, এখনই কিনতে চান, দেখে নিন কী দরে মিলছে সোনা

কীভাবে চেক করবেন আধার কার্ডের হিস্ট্রি ? (How to check Aadhaar card history)

১. প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যেতে হবে৷

২. এবার My Aadhar অপশনে যেতে হবে ৷

advertisement

৩. Aadhaar Services এর অপশনের নীচে Aadhaar Authentication History-তে ক্লিক করতে হবে ৷

আরও পড়ুন: আসন্ন বাজেটে স্টার্ট আপের ট্যাক্স কি কমতে পারে? কী ভাবছে কেন্দ্র?

৪. ক্লিক করতেই একটা নতুন উইন্ডো খুলে যাবে ৷ এখানে ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে ৷ সিকিউরিটি কোড দিয়ে send OTP -তে ক্লিক করতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

৫. এবার আধার কার্ডের হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন ৷ হিস্ট্রি ভাল করে চেক নিতে হবে ৷ কোনও ভুল তথ্য থাকলে শীঘ্রই সেগুলি ঠিক করে নিন৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card : ফ্রডের হাত থেকে বাঁচতে অবশ্যই চেক করে নিন আধার কার্ডের হিস্ট্রি.....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল