আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
নতুন কর কাঠামোর আওতায় যারা পড়েন সেই সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরের কর্মীদেরই পেনশন খাতে মূল বেতনের ১৪ শতাংশ টাকা জমা করতে হবে। সরকারি চাকরিজীবীদের বেতন থেকে ইতিমধ্যেই ১৪ শতাংশ টাকা কাটা শুরু হয়েছিল পেনশন খাতে জমা করার জন্য। এবার বেসরকারি কর্মীদের জন্যও তা কার্যকর করা হতে চলেছে। তবে এই পরিমাণ বাড়ানোয় অবসরের পরে লাভবান হবেন চাকরিজীবীরা।
advertisement
আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ
তবে নিউ পেনশন স্কিম নিয়ে খুশি নয় অনেক রাজ্য-সহ পেনশন ভোগীরা। সেই জন্যই অবিজেপি শাসিত অনেক রাজ্যই ডিএ-সহ তৈরি হওয়া পুরনো পেনশন স্কিমেই (ওল্ড পেনশন স্কিম) ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে অন্যান্য রাজ্যের শ্রমিক সংগঠনগুলিও একই দাবিতে সরব হয়েছে। পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা নিজের শেষ বেতনের ৫০ শতাংশ প্রতি মাসে পেনশন বাবদ পান। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেটি।