Huawei P9 ফোনটি-তে ৩জিবি RAM ছাড়াও ৫.২ ইঞ্চির স্ক্রিন, ১.৮ Ghz অক্টা কোর প্রসেসর এবং ১২ মেগপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে ৷ ২০১৬-তে প্রকাশিত হওয়া এই স্মার্টফোনের ৩২ জিবি ইন্টারনাল মেমোরি ছাড়াও ২৫৬ জিবি আরও এক্সপ্যান্ডেবল মেমোরি রয়েছে ৷ যদিও অ্যান্ড্রয়েড Nougat-এর যুগে Huawei 9 স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সান অনেকটাই পুরোনো ৷ মার্শম্যালো ৬.০ অ্যান্ড্রেয়ড ভার্সানে পাওয়া যাচ্ছে এই ফোন ৷ সেলফি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেল ৷ ব্যাটারিও যথেষ্ট ভাল, ৩০০০mAh ৷
advertisement
শুধু স্মার্টফোনই নয় ৷ ফ্যাশন, লাইফস্টাইল এবং ইলেকট্র্নিক সরঞ্জামেও ফ্লিপকার্টে এখন দারুণ ছাড় পাওয়া যাচ্ছে ৷ পাওয়ার ব্যাঙ্ক, বেডশিটে প্রায় ৫০ শতাংশ , টাইমেক্স ঘড়িতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এই ই-কার্ট সংস্থা ৷ তাই আর দেরি না করে পুজোর মাসে লেগে পড়ুন অনলাইন কেনাকাটাতে ৷ কারণ শপিং মল এবং অন্যান্য বাজারে যখন ডিসকাউন্ট শেষ , তখন ভরসা শুধু অনলাইন কেনাকাটাই ৷