TRENDING:

Flat in West Bengal: মধ্যবিত্তের জন্যে সুখবর! এবার কম দামে স্বপ্নের ফ্ল্যাট কিনতে পারবেন আপনিও, বানাচ্ছে কেএমডিএ 

Last Updated:

Flat in West Bengal: এই ফ্ল্যাট গুলির সর্বোচ্চ দাম হতে পারে ৩৫ লক্ষ পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণী: এবার মধ্যবিত্তরাও কিনতে পারবেন নিজেদের স্বপ্নের ফ্ল্যাট, আর মধ্যবিত্তের এই স্বপ্ন পূরণ করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি। কসবা, ব্যারাকপুর এবং কল্যাণীতে নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ফ্ল্যাট তৈরি করছে কে.এম. ডি. এ। সূত্রের খবর কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির নিজস্ব জমিতেই তৈরি করছেন তারা এই ফ্ল্যাট গুলি, যায় দাম ১১ লক্ষ টাকা থেকে। এবং এই ফ্ল্যাট গুলির সর্বোচ্চ দাম হতে পারে ৩৫ লক্ষ পর্যন্ত।
সস্তায় ফ্ল্যাট কিনতে চান?
সস্তায় ফ্ল্যাট কিনতে চান?
advertisement

আরও পড়ুন: বেসরকারি কর্মচারীদের মুখে ফুটবে হাসি! EPFO দিচ্ছে দুর্দান্ত সুবিধা, হবে বড় লাভ

ফ্ল্যাট নিতে ইচ্ছুক ব্যক্তিরা কিভাবে যোগাযোগ করবেন, কোথায় যোগাযোগ করবেন কি কি যাবতীয় নথিপত্র লাগবে এমনকি আবেদন পত্রের সঙ্গে বুকিং এমাউন্ট কত জমা করতে হবে তার ইতিমধ্যে একটি বিজ্ঞাপনবার করেছে কে.এম. ডি. এ বলে সূত্র মারফত জানা গিয়েছে। সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন পত্র। এছাড়াও একটি বেসরকারি ব্যাংকের নির্দিষ্ট শাখায় মিলবে আবেদন পত্র। আবেদন পত্র জমা দেওয়ার নির্দিষ্ট দিন শেষ হলে পরে লটারির মাধ্যমে বাছাই করে ফ্ল্যাট গুলি প্রাপকদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কে লকার নিতে গেলে কি ফিক্সড ডিপোজিট খুলতেই হবে? রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে

বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ক্লিক করুন-https://kmda.wb.gov.in/

সংস্থার সূত্রে এও জানা গিয়েছে ফ্ল্যাট কল্যানীতেওপাওয়া যাবে। জানা গিয়েছে কল্যানীতে বিক্রি করা হবে ৩ বি.এইচ.কে ফ্ল্যাট। আয়তনে ৮৪৫ বর্গফুট এই ফ্ল্যাট গুলির দাম ধার্য করা হয়েছে ২৩ লক্ষ ৯৫ হাজার ৫৭৫ টাকা। কল্যাণী রেল স্টেশনের সামনে পৌরসভা এলাকার মধ্যে ৬৫ টি ফ্ল্যাট তৈরি করেছে কে.এম. ডি. এ বলে জানা গিয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের নিজের সাধ্যের মধ্যে ফ্ল্যাট কেনার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে উপকৃত হবেন নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

-----Mainak Debnath

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Flat in West Bengal: মধ্যবিত্তের জন্যে সুখবর! এবার কম দামে স্বপ্নের ফ্ল্যাট কিনতে পারবেন আপনিও, বানাচ্ছে কেএমডিএ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল