TRENDING:

Bank Fixed Deposit: এফডি-তে সুদের হার কমাল PNB, Axis Bank! স্থায়ী আমানতের হার বৃদ্ধির যুগ শেষ, বলছেন বিশেষজ্ঞরা!

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক ‘কি পলিসি রেট’ বৃদ্ধির পর ব্যাঙ্কগুলিও সুদের হার বাড়িয়েছে। তবে গত কয়েক মাসে উলটপুরাণ শুরু হয়েছে। এফডি-র হার বৃদ্ধির গতি এখন মন্থর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত দুই বছরে ফিক্সড ডিপোজিটে সুদের হার নয়া উচ্চতায় পৌঁছেছে। রিজার্ভ ব্যাঙ্ক ‘কি পলিসি রেট’ বৃদ্ধির পর ব্যাঙ্কগুলিও সুদের হার বাড়িয়েছে। তবে গত কয়েক মাসে উলটপুরাণ শুরু হয়েছে। এফডি-র হার বৃদ্ধির গতি এখন মন্থর। কয়েকটি ব্যাঙ্ক তো হার কমাতেও শুরু করেছে। এটা কি এফডি হারের ক্রমবর্ধমান বৃদ্ধির সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে? এর উত্তর ভবিষ্যতেই জানা যাবে। আপাতত যে ব্যাঙ্কগুলি এফডি-তে সুদের হার কমিয়েছে, তার তালিকা দেখে নেওয়া যাক।
এফডি-তে সুদের হার কমাল পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক! স্থায়ী আমানতের হার বৃদ্ধির যুগ শেষ, বলছেন বিশেষজ্ঞরা!
এফডি-তে সুদের হার কমাল পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক! স্থায়ী আমানতের হার বৃদ্ধির যুগ শেষ, বলছেন বিশেষজ্ঞরা!
advertisement

অ্যাক্সিস ব্যাঙ্ক:

অ্যাক্সিস ব্যাঙ্ক একক মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে। সংশোধনের পরে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩.৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদের হার মিলছে। এক বছর ৫ দিন থেকে ১৩ মাসের কম সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটে সুদের হার এখন ৬.৮০ শতাংশ। আগে ছিল ৭.১০ শতাংশ। ১৩ মাস এবং দুই বছরের কম সময়ের এফডি-তে সুদের হার ৭.১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.১০ শতাংশ করা হয়েছে। ১৮ মে থেকে নতুন সুদের হার চালু হয়েছে।

advertisement

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক:

পিএনবি ওয়েবসাইট অনুযায়ী, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একক মেয়াদে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। ১ জুন থেকে কার্যকর হয়েছে নতুন হার। ১ বছর মেয়াদের এফডি-তে সুদের হার ৬.৮০ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৭৫ শতাংশ। ৬৬৬ দিন মেয়াদের এফডি-তেও সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে ৭.০৫ শতাংশ করা হয়েছে।

advertisement

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:

২০২২ সালের নভেম্বরে ইউনিয়ন ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্যে সর্বোচ্চ ৭.৩০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্যে ৭.৮০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হত। ইউনিয়ন ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই হার বদলে সাধারণ নাগরিকদের জন্যে ৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্যে ৭.৫০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্যে ৭.৭৫ শতাংশ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: কিছু নিজের হাতে বানাতে হবে না, এভাবেই মহিলারা ঘরে আনতে পারেন লাখ লাখ টাকা!

এর পরই ক্রমবর্ধমান ফিক্সড ডিপোজিটের হার বৃদ্ধির যুগ শেষ হতে চলেছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। এর পিছনে ২০০০ টাকার নোট প্রত্যাহারের বড় ভূমিকা রয়েছে। কারণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজারে থাকা সমস্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়বে। এর ফলে ব্যাঙ্কের আমানত বৃদ্ধি পাবে। ফলে এফডি-তে সুদের হারও কমবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Fixed Deposit: এফডি-তে সুদের হার কমাল PNB, Axis Bank! স্থায়ী আমানতের হার বৃদ্ধির যুগ শেষ, বলছেন বিশেষজ্ঞরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল