New Business Ideas: কিছু নিজের হাতে বানাতে হবে না, এভাবেই মহিলারা ঘরে আনতে পারেন লাখ লাখ টাকা!

Last Updated:
বাজিয়ে দেখাই যায় এই কয়েক ব্যবসা, মহিলারা সহজেই সামাল দিতে পারবেন ঘর সামলে।
1/11
বাজার ধরা শব্দটা ব্যবসায় নামার পরিকল্পনা থাকলেও অনেকের মনে একটা সূক্ষ্ম অস্বস্তি জাগিয়ে দিতে পারে, হ্যামলেটের মতো টু বি অর নট টু বি-র দ্বন্দ্ব আর কী! কিন্তু ব্যবসা মানেই তো তাই, এখানে বাজার ধরতে হবেই, না পারার কোনও অজুহাত চলবে না।
বাজার ধরা শব্দটা ব্যবসায় নামার পরিকল্পনা থাকলেও অনেকের মনে একটা সূক্ষ্ম অস্বস্তি জাগিয়ে দিতে পারে, হ্যামলেটের মতো টু বি অর নট টু বি-র দ্বন্দ্ব আর কী! কিন্তু ব্যবসা মানেই তো তাই, এখানে বাজার ধরতে হবেই, না পারার কোনও অজুহাত চলবে না।
advertisement
2/11
যাঁরা মূলধন লগ্নি এবং বাস্তব পরিস্থিতির দিকে নজর দেওয়ার যুক্তি তুলবেন, তাঁদের জানানো হচ্ছে যে বাস্তবতার দাবি মেনেই এক পয়সাও লগ্নি করার দরকার পড়বে না। এই ব্যবসা কারিগরের সঙ্গে মিলে করতে হবে।
যাঁরা মূলধন লগ্নি এবং বাস্তব পরিস্থিতির দিকে নজর দেওয়ার যুক্তি তুলবেন, তাঁদের জানানো হচ্ছে যে বাস্তবতার দাবি মেনেই এক পয়সাও লগ্নি করার দরকার পড়বে না। এই ব্যবসা কারিগরের সঙ্গে মিলে করতে হবে।
advertisement
3/11
জুটি বাঁধতে হবে সোজা কথায়। তাঁর পণ্য শো-কেস করে পৌঁছে দিতে হবে ক্রেতার কাছে, বিক্রির বরাত এলে জিনিসটা কারিগরের ঘর থেকে নিয়ে পৌঁছে দিতে হবে ক্রেতার কাছে, বিক্রির টাকা এর পরে দুই অংশে ভাগ হবে।
জুটি বাঁধতে হবে সোজা কথায়। তাঁর পণ্য শো-কেস করে পৌঁছে দিতে হবে ক্রেতার কাছে, বিক্রির বরাত এলে জিনিসটা কারিগরের ঘর থেকে নিয়ে পৌঁছে দিতে হবে ক্রেতার কাছে, বিক্রির টাকা এর পরে দুই অংশে ভাগ হবে।
advertisement
4/11
বাজিয়ে দেখাই যায় এই কয়েক ব্যবসা, মহিলারা সহজেই সামাল দিতে পারবেন ঘর সামলে।
বাজিয়ে দেখাই যায় এই কয়েক ব্যবসা, মহিলারা সহজেই সামাল দিতে পারবেন ঘর সামলে।
advertisement
5/11
ছয় গজে ছয়লাপ বাংলার, দেশের বয়নশিল্প তুলনাহীন। সরাসরি যোগাযোগ করা যাক তাঁতির ঘরে। তাঁর ডিজাইন করা শাড়ি বিক্রি করা যাক। বা তাঁদের দিয়ে তৈরি করিয়ে নেওয়া যাক নিজের নকশা-জমির রূপকথা।
ছয় গজে ছয়লাপ বাংলার, দেশের বয়নশিল্প তুলনাহীন। সরাসরি যোগাযোগ করা যাক তাঁতির ঘরে। তাঁর ডিজাইন করা শাড়ি বিক্রি করা যাক। বা তাঁদের দিয়ে তৈরি করিয়ে নেওয়া যাক নিজের নকশা-জমির রূপকথা।
advertisement
6/11
এতে লাভ বেশি, জিনিসটা অন্য কোথাও পাওয়া যাবে না, নজরকাড়া ডিজাইন করাতে পারলে প্রতি সপ্তাহে বরাত আসতে থাকবে। ছয় গজের কাপড়ই তখন ঘরে টাকা ছয়লাপ করবে।
এতে লাভ বেশি, জিনিসটা অন্য কোথাও পাওয়া যাবে না, নজরকাড়া ডিজাইন করাতে পারলে প্রতি সপ্তাহে বরাত আসতে থাকবে। ছয় গজের কাপড়ই তখন ঘরে টাকা ছয়লাপ করবে।
advertisement
7/11
কাঁসা মানেই খাসা নানা কাজে আমাদের কাঁসার বাসন লাগে। কাঁসার দোকান যে সব সময়ে পাওয়া যায় হাতের কাছে, এমনটা নয়। আবার, দোকান থাকলেই যে সেখানে মনের মতো জিনিস থাকবে, তার মানে নেই।
কাঁসা মানেই খাসা নানা কাজে আমাদের কাঁসার বাসন লাগে। কাঁসার দোকান যে সব সময়ে পাওয়া যায় হাতের কাছে, এমনটা নয়। আবার, দোকান থাকলেই যে সেখানে মনের মতো জিনিস থাকবে, তার মানে নেই।
advertisement
8/11
অতএব, এখানেও কারিগরদের সঙ্গে জোট বাঁধা যাক। তুলে আনা যাক পুরনো বাসনের প্যাটার্ন। পুজোয়, তত্ত্বে এর তালাস হবেই, হলফ করে বলা যায়।
অতএব, এখানেও কারিগরদের সঙ্গে জোট বাঁধা যাক। তুলে আনা যাক পুরনো বাসনের প্যাটার্ন। পুজোয়, তত্ত্বে এর তালাস হবেই, হলফ করে বলা যায়।
advertisement
9/11
ক্ষীরের পুতুল মূলত তত্ত্বের জিনিস। কিন্তু বাজারে সাধারণ দোকানে মাছ, প্রজাপতি, পালকি, বর, কনে ছাড়া পুতুলের বৈচিত্র্য কই! কারিগরদের দিয়ে নিজের মনের মতো ক্ষীরের পুতুল তৈরি করাতে পারলে সবাই হুড়োহুড়ি করে কিনবেন, ব্যবসা শুরু করলেই মালুম হবে একথা।
ক্ষীরের পুতুল মূলত তত্ত্বের জিনিস। কিন্তু বাজারে সাধারণ দোকানে মাছ, প্রজাপতি, পালকি, বর, কনে ছাড়া পুতুলের বৈচিত্র্য কই! কারিগরদের দিয়ে নিজের মনের মতো ক্ষীরের পুতুল তৈরি করাতে পারলে সবাই হুড়োহুড়ি করে কিনবেন, ব্যবসা শুরু করলেই মালুম হবে একথা।
advertisement
10/11
সোনা না হলেও সোহাগা আগেই বলা হচ্ছিল কাঁসার কথা। এর সঙ্গে যোগ করা যাক পিতলও। দুই সোনার মতো উজ্জ্বল, কিন্তু দাম কম। এবার এই দিয়েই কারিগরকে বানাতে বলা হোক গয়না।
সোনা না হলেও সোহাগা আগেই বলা হচ্ছিল কাঁসার কথা। এর সঙ্গে যোগ করা যাক পিতলও। দুই সোনার মতো উজ্জ্বল, কিন্তু দাম কম। এবার এই দিয়েই কারিগরকে বানাতে বলা হোক গয়না।
advertisement
11/11
সাবেকি বালা বা কানের গয়নার নকশা এই দুই ধাতুতেও চমৎকার খুলবে। রাখা যায় স্টেটমেন্ট জুয়েলারিও। ইমিটেশন আর জল করা গয়নার ভিড়ে এ জিনিস পড়তে পাবে না।
সাবেকি বালা বা কানের গয়নার নকশা এই দুই ধাতুতেও চমৎকার খুলবে। রাখা যায় স্টেটমেন্ট জুয়েলারিও। ইমিটেশন আর জল করা গয়নার ভিড়ে এ জিনিস পড়তে পাবে না।
advertisement
advertisement
advertisement