TRENDING:

রেগুলার পে-আউট না কি মেয়াদপূর্তির পরে সুদ? কোন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা উচিত? পড়ুন

Last Updated:

গত কয়েক মাসে রিজার্ভ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। তাই এই মুহূর্তে যাঁরা এফডি-তে বিনিয়োগ করতে চান, তাঁদের এই সংক্রান্ত কিছু তথ্য জেনে রাখা উচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নানা রকম স্কিমের ভিড়ে ফিক্সড ডিপোজিট আজও বেশির ভাগ বিনিয়োগকারীর কাছেই জনপ্রিয়। স্থায়ী রিটার্ন, ভাল লিক্যুইডিটি এবং তুলনামূলক ভাবে উচ্চ নিরাপত্তাই মূলত এফডি-র জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলি আজকাল এই সুবিধা প্রদান করে থাকে। তবে গত কয়েক মাসে রিজার্ভ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। তাই এই মুহূর্তে যাঁরা এফডি-তে বিনিয়োগ করতে চান, তাঁদের এই সংক্রান্ত কিছু তথ্য জেনে রাখা উচিত।
advertisement

সুদ পে-আউটের উপর ভিত্তি করে দুই ধরনের ফিক্সড ডিপোজিট রয়েছে - কিউমুলেটিভ এফডি এবং নন কিউমুলেটিভ এফডি। নিয়মিত ভাবে কিছু সময় অন্তর বিনিয়োগকারীরা নন-কিউমুলেটিভ এফডি-র ক্ষেত্রে সুদ পেয়ে থাকেন। এই ধরনের পে-আউট সাধারণত হয় মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে। বিনিয়োগকারীরা এই পে-আউটের সময় সংক্রান্ত বিকল্প নিজেরাই বেছে নিতে পারেন।

advertisement

আবার অন্য দিকে, কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মেয়াদপূর্তির পরে সুদ পাবেন বিনিয়োগকারী। তার সঙ্গে আসলটাও রিফান্ড হিসেবে পাবেন তাঁরা। এই এফডি খোলার সময় বিনিয়োগকারীকেই মেয়াদের বিকল্প বেছে নিতে হবে।

কোনটা বেশি ভাল বিকল্প?

কিউমুলেটিভ এবং নন-কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট - উভয়েরই কিছু নিজস্ব উপকারিতা রয়েছে। যাঁরা নিয়মিত ইন্টারভ্যালে একটা স্থায়ী টাকা আয় করতে চান, তাঁদের জন্য নন-কিউমুলেটিভ এফডি একেবারে আদর্শ। বিশেষ করে এটা প্রবীণ নাগরিকদের জন্য উপযোগী। তার জন্য একটি বড় পরিমাণ অর্থ নন-কিউমুলেটিভ এফডি-তে বিনিয়োগ করা যায় এবং প্রতি মাসে কিংবা প্রতি ত্রৈমাসিকে একটা পর্যায়ক্রমিক রিটার্ন পেতে পারেন।

advertisement

আবার অন্য দিকে যাঁরা একটি নির্দিষ্ট আর্থিক লক্ষ্য পূরণ করতে চাইছেন, তাঁদের জন্য কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট খুবই উপযোগী। একই মেয়াদের জন্য এই এফডি-র সুদের হার তুলনামূলক ভাবে নন-কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটে প্রাপ্ত সুদের হারের থেকে বেশি হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিন্তু কোন এফডি-তে বিনিয়োগ করলে লাভ বেশি হবে? এই প্রশ্নের উত্তর দিচ্ছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রুপ ম্যানেজমেন্ট কাউন্সিলের গ্রুপ প্রেসিডেন্ট এবং হেড, কনজিউমার ব্যাঙ্ক এবং মেম্বার বিরাট দিওয়ানজি। তিনি জানান, এই কিউমুলেটিভ অথবা নন-কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের বিষয়টা মূলত নির্ভর করে বিনিয়োগকারীদের আয় এবং প্রয়োজনের উপরে। সিদ্ধান্তও নিতে হবে সেই বুঝে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেগুলার পে-আউট না কি মেয়াদপূর্তির পরে সুদ? কোন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা উচিত? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল