TRENDING:

ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা বাড়াল ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক, উপকৃত গ্রাহকরা

Last Updated:

২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধির ঘোষণা করল ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রেপো রেট এবং রিভার্স রেপো রেটে কোনও বদল আনেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে সুদের হার বাড়াচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। এই আবহে ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধির ঘোষণা করল ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক।
ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা বাড়াল ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক, উপকৃত গ্রাহকরা
ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা বাড়াল ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক, উপকৃত গ্রাহকরা
advertisement

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগে ১৮ মাস ১ দিন থেকে ২১ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ হারে সুদ দেওয়া হত। এখন থেকে এই সময়কালের এফডি-তে ৬.৫ শতাংশ হারে সুদ মিলবে। অর্থাৎ গ্রাহকরা ৫০ বেসিস পয়েন্ট বা .৫ শতাংশ বেশি সুদ পাবেন। ফিনকেয়ার ব্যাঙ্কের নতুন সুদের এই হার ২০২২-এর ২৭ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

advertisement

একইভাবে ২১ মাস ১ দিন থেকে ২৪ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে। ৩০ মাস ১ দিন থেকে ৩৬ মাস মেয়াদি এফডি-তে সুদের হার আগে ছিল ৬.২৫ শতাংশ। এখন তা ২৫ বেসিস পয়েন্ট বাড়বে অর্থাৎ .২৫ শতাংশ বেড়ে ৬.৫০ শতাংশ হবে। তবে অন্যান্য মেয়াদের এফডি-র জন্য সুদের হারে কোনও পরিবর্তন করেনি ব্যাঙ্ক।

advertisement

আরও পড়ুন-রবিবারের পর বৃষ্টি আরও বাড়বে কলকাতা ও সংলগ্ন জেলায়, জেনে নিন আবহাওয়ার আপডেট

জানা গিয়েছে, ফিনকেয়ার ব্যাঙ্ক ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের উপর ৩ শতাংশ, ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে ৩.২৫ শতাংশ, ৯১ থেকে ১৮০ দিনের মেয়াদে ৩.৫ শতাংশ, ১৮১ থেকে ৩৬৪ দিনের মেয়াদে ৫.১৫ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়া ১২ মাস এবং ১৫ মাসের ডিপোজিটের উপর ৬ শতাংশ, ১৫ মাস ১ দিন থেকে ১৮ মাস মেয়াদি এফডি-তে ৬ শতাংশ, ১৮ মাস ১ দিন থেকে ২১ মাস এবং ২১ মাস ১ দিন থেকে ২৪ মাস মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন-যৌবন ধরে রাখার রহস্যের চাবিকাঠি, প্রতিদিন এক গ্লাস করে নিজের মাসদুয়েকের মূত্র পান করছেন যুবক!

সেরা ভিডিও

আরও দেখুন
তেল মাখানো পিতলের ঘটি নিয়ে কাড়াকাড়ি! নলাহাটি মুঘল আমলের আগের কালীপুজোর রীতিনীতি অবাক করা
আরও দেখুন

২৪ মাস ১ দিন থেকে ৩০ মাস পর্যন্ত সুদের হার ৬.৫ শতাংশ, ৩০ মাস ১ দিন থেকে ৩৬ মাসের জন্য সুদের হার ৬.৫ শতাংশ। একই ভাবে ৩৬ মাস ১ দিন থেকে ৪২ মাস এবং ৪২ মাস ১ দিন থেকে ৪৮ মাস পর্যন্ত সুদের হার ৬.৭৫ শতাংশ। ৪৮ মাস ১ দিন থেকে ৫৯ মাস এবং ৫৯ মাস ১ দিন থেকে ৬৬ মাস পর্যন্ত আমানতের সুদের হারও ৬.৭৫ শতাংশ। তবে গ্রাহকদের খেয়াল রাখতে হবে, যদি এই ব্যাঙ্কে ৬৬ মাস ১ দিন থেকে ৮৪ মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে মাত্র ৫.৫ শতাংশ সুদের হার মিলবে। তবে প্রবীণ নাগরিকদের জন্য নিয়মিত সুদের পাশাপাশি ০.০৫ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটা বাড়াল ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক, উপকৃত গ্রাহকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল