TRENDING:

বিনিয়োগ জরুরি, তবে শুরু করার আগে, এক নজরে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়!

Last Updated:

বিনিয়োগ করার সময় কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমান সময়ে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু বিনিয়োগ করার সময় কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়।
advertisement

একটি বাজেট তৈরি করতে হবে -

সবার প্রথমেই তৈরি করে নিতে হবে একটি বাজেট। প্রতি মাসে নিজেদের কত টাকা আয় হয় এবং প্রতি মাসে কত টাকা ব্যয় হয় তার একটি হিসাব করে নিতে হবে। এর ফলে বোঝা যাবে প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করা যাবে। প্রতি মাসে যদি নিজেদের আয় এবং ব্যয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে তাহলে বিনিয়োগ করতে সুবিধা হবে। কারণ এর ফলে বুঝতে সুবিধা হবে প্রতি মাসে কত টাকা সঞ্চয় হয়। সেই অনুযায়ী বিনিয়োগ করা যাবে।

advertisement

আরও পড়ুন: এক নজরে দেখে নিন ৫টি বেস্ট ইলেকট্রিক স্কুটার, দাম ৩৬ হাজার টাকা থেকে শুরু!

খরচের ধরন বুঝতে হবে -

এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবার প্রথমে নিজেদের আয় এবং খরচের ধরন বুঝে নিতে হবে। এটি পরিষ্কার হয়ে গেলে সেই অনুযায়ী বিনিয়োগের দিকে নজর দেওয়া যাবে। এর ফলে নিজেদের প্রয়োজন এবং লক্ষ্য অনুযায়ী লম্বা সময়ের বিনিয়োগ এবং কম সময়ের বিনিয়োগ করতে সুবিধা হবে। নিজেদের লক্ষ্য অনুযায়ী বেছে নিতে হবে বিনিয়োগের মাধ্যম।

advertisement

আরও পড়ুন: বেড়ে চলেছে ক্রুড অয়েলের দাম, ভারত সরকার নিতে চলেছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ!

তাড়াতাড়ি ধার মিটিয়ে দিতে হবে -

একটি কথা সবসময় মনে রাখা প্রয়োজন যে, যত তাড়াতাড়ি সম্ভব ধার মিটিয়ে দেওয়া প্রয়োজন। কারণ ধার যত বাকি রাখা হবে তত তার সুদ বাড়তে থাকবে। এর ফলে লোন নেওয়ার সময় মনে রাখা প্রয়োজন যে কম সময়ের মধ্যে তা দিয়ে দিতে পারলে নিজেরই সুবিধা হবে। সুদ হিসাবে বেশি টাকা না দিয়ে সেই টাকা বিনিয়োগ করলে বেশি লাভ হবে। এর ফলে ধার কখনও অনেক সময় ধরে টেনে নিয়ে যাওয়া উচিত নয়। এর ফলে ক্ষতি হবে নিজেদের বিনিয়োগে।

advertisement

স্বাস্থ্য এবং জীবন বিমা -

বিনিয়োগ করার সময় অবশ্যই স্বাস্থ্য এবং জীবন বিমায় বিনিয়োগ করে রাখা প্রয়োজন। কারণ দরকারের সময় এই বিমাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাজারে বিভিন্ন ধরনের স্বাস্থ্য এবং জীবন বিমা রয়েছে। নিজেদের প্রয়োজন অনুযায়ী সেখানে বিনিয়োগ করা দরকার। বর্তমানে এটি খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের কথা মাথায় রেখে এটি করা দরকার।

advertisement

আরও পড়ুন: লটারিতে আজই হতে পারেন কোটিপতি ! রেজাল্ট জানতে নজর রাখুন

জরুরি ফান্ড -

বিভিন্ন ধরনের মাধ্যমে বিনিয়োগ করার সঙ্গে সঙ্গে একটি জরুরিভিত্তিক ফান্ডও বানিয়ে রাখা প্রয়োজন। কারণ প্রয়োজনের সময় সেই জরুরি ফান্ড কাজে লাগবে।

নিজেদের লক্ষ্য -

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিনিয়োগ শুরু করার আগে নিজেদের লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। নিজেদের লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে পারলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনিয়োগ জরুরি, তবে শুরু করার আগে, এক নজরে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল