TRENDING:

Farming Tips: প্রচুর আয়ের সুযোগ! একসঙ্গে চাষ করা যায় 'এই' দুই ফল! ব্যাপক লাভ, টাকার অভাব হবে না

Last Updated:

Farming Tips: বর্তমান সময়ে সেই স্বল্প জায়গায় এক এর অধিক ফসল চাষ করা সম্ভব হয় আধুনিক কৃষি পদ্ধতিতে। আর এতেই মুনাফার পরিমাণ বেড়ে উঠেছে কৃষকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তুফানগঞ্জ: কৃষি কাজ করতে গিয়ে যে কোনও কৃষক দিনরাত এক করে পরিশ্রম করেন মুনাফার আশায়। তবে যদি সেই মুনাফা না পাওয়া সম্ভব হয়, সে ক্ষেত্রে হতাশা গ্রাস করে। বর্তমান কৃষি পদ্ধতিতে বহু ধরনের পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলি অবলম্বন করলে যেমন মুনাফার পরিমাণ বাড়তে পারে, তেমন খরচও হয় তুলনামূলক অনেকটাই কম। স্বল্প জায়গায় এতদিন পর্যন্ত কৃষকেরা একটি মাত্র ফসল চাষ করতেন। বর্তমান সময়ে সেই স্বল্প জায়গায় এক এর অধিক ফসল চাষ করা সম্ভব হয় আধুনিক কৃষি পদ্ধতিতে। আর এতেই মুনাফার পরিমাণ বেড়ে উঠেছে কৃষকদের।
advertisement

তুফানগঞ্জের কৃষক উপেন্দ্রনাথ বর্মণ জানান, বহু কৃষক পেয়ারা চাষ করে থাকেন। তবে শুধুমাত্র পেয়ারা চাষ করলে লাভ বেশি পাওয়া সম্ভব নয়। তাই তো কৃষকদের উচিত পেয়ারার সঙ্গে আরও অন্য কোনও ফল চাষ করা। যেমনটা তিনি করেছেন। তিনি তাঁর পেয়ারা বাগানের মধ্যে চাষ করেছেন ড্রাগন ফ্রুট। এই দুই ফল তিনি যেমন মরশুমে বিক্রি করছেন, তেমনই মরশুম ছাড়াও এই ফল বিক্রি করে মুনাফা আসছে ঘরে। বছর দু’য়েক আগে এই চাষ শুরু করেন তিনি। তারপর থেকে তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। বর্তমানে বহু কৃষক তাঁর কাছে পরামর্শ নিতে আসেন চাষের জন্য।

advertisement

তিনি আরও জানান, এই দুই ফলের গাছ একবার রোপন করলে, একটানা ১০ বছর পর্যন্ত ভাল ফলন পাওয়া যায়। তাই মুনাফার পরিমাণ হয় অনেকটাই বেশি। এছাড়া জমি তৈরি করার সময় পর্যাপ্ত সার দিয়ে তৈরি করলেই কাজ হয়। শুধুমাত্র রোগ পোকার আক্রমণ থেকে বাঁচতে মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়ে। তিনি মাত্র ৫০ হাজার টাকা খরচ করে এই চাষ শুরু করেছিলেন। মরশুমে এই গোটা বাগানের ফল তিনি বিক্রি করেন ২৫ থেকে ৩০ হাজার টাকায়।

advertisement

View More

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সময়ে কৃষকদের উচিত একের অধিক ফসল চাষ করে মুনাফার পরিমাণ বাড়িয়ে তোলা। এতে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা ফিরবে। তেমনি নিত্য নতুন চাষের পদ্ধতি দেখতে পাওয়া যাবে। তাইতো বর্তমানে তুফানগঞ্জের এই কৃষকের কাছে আরোও বহু কৃষক আসছেন পরামর্শ নিতে চাষের বিষয় নিয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming Tips: প্রচুর আয়ের সুযোগ! একসঙ্গে চাষ করা যায় 'এই' দুই ফল! ব্যাপক লাভ, টাকার অভাব হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল