এরকমই আধুনিক একটি যন্ত্র আবিষ্কার করে ভুট্টা চাষীদের খরচ কমিয়ে দিয়েছেন ইসলামপুর এগ্রিকালচার অফিসের জয়েন ডিরেক্টর শ্রীকান্ত সিনহা। কম খরচে ভুট্টা চাষের দিশা দেখাচ্ছেন তাঁর যন্ত্র। এসএসবি পদ্ধতিতে শুরু হয়েছে হাইব্রিড ভুট্টা চাষ। কৃষি নির্ভর উত্তর দিনাজপুর জেলায় এবার শ্রীকান্ত সিনহার এসএসবি যন্ত্রে বোরিং পদ্ধতিতে কমছে ভুট্টার চাষের খরচ।
ইসলামপুর মহকুমার যুগ্ম উপকৃষি আধিকর্তা(প্রশাসন) হলেন শ্রীকান্ত সিনহা। তার এই যন্ত্র ব্যবহার করে ইসলামপুর মহাকুমা এলাকায় এবার ২৭০ একর জমিতে ভুট্টা চাষ হয়েছে। শ্রীকান্ত সিনহার এই যন্ত্র পেয়ে খুশি কৃষকরা। এই যন্ত্রতে বিনা চাষেই ভুট্টা লাগাতে পারছেন সকলে।
advertisement
শ্রীকান্ত সিনহা বলেন,”এই যন্ত্র দিয়ে ভুট্টা চাষ করলে প্রতি জমির একর প্রতি নয় থেকে দশ হাজার টাকা চাষীদের সাশ্রয় হয়। এই যন্ত্রের মাধ্যমে জমিতে ধান কাটার সাতদিন পরেই একই জমিতে ভুট্টা লাগানো যায় বিনা চাষে। এই পদ্ধতিতে ভুট্টা লাগালে সারের অপচয় হয় না, জলের খরচও কম লাগে,জমিতে মাটির উর্বরতাও ভালো থাকে।”
সেই মোতাবিক উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই পদ্ধতিতে চাষ হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন রাজ্যের থেকে এই মেশিনের খোঁজ নেওয়া হচ্ছে এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসে এসে বিহারের আধিকারিকরাও শিখে যাচ্ছেন কিভাবে চাষ করতে হবে এবং বিহারেও শ্রীকান্ত সিনহার এই যন্ত্রের সাহায্যে চাষ হচ্ছে। এই মেশিনের মাধ্যমে ভুট্টা চাষ করার কারণে খুশি রয়েছেন কৃষকরা ।
কৃষকরা জানিয়েছেন,”প্রতি জমির একর প্রতি ৯ থেকে ১০ হাজার টাকা আমাদের বেঁচে যাচ্ছে এবং পরিশ্রমও কম হচ্ছে বর্তমানে ভুট্টা গাছের চেহারাও ভালো রয়েছে। শ্রীকান্ত সিনহার নতুন এই যন্ত্র ভুট্টা চাষের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। লাভও হচ্ছে অনেক বেশি।”
পিয়া গুপ্তা