TRENDING:

North Dinajpur News: নতুন যন্ত্রে ভুট্টা চাষ, খরচ কমবে অনেকটাই, কৃষকদের লাভ বাড়বে বহু গুণ

Last Updated:

North Dinajpur News: আধুনিক একটি যন্ত্র আবিষ্কার করে ভুট্টা চাষীদের খরচ কমিয়ে দিয়েছেন ইসলামপুর এগ্রিকালচার অফিসের জয়েন ডিরেক্টর শ্রীকান্ত সিনহা। কম খরচে ভুট্টা চাষের দিশা দেখাচ্ছেন তাঁর যন্ত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার কৃষকের চাষাবাদকে অনেক সহজ করে তুলেছে। তাই এখন তেমন মাঠে-ঘাটে আর দেখা মেলে না গরু, লাঙ্গল, জোয়াল ও মইয়ের । এসব পুরাতন পদ্ধতির বদলে স্থান করে নিয়েছে আধুনিক ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার বা কলের লাঙ্গল ও ট্রাক্টরসহ নানা কৃষি যন্ত্রপাতি।
advertisement

এরকমই আধুনিক একটি যন্ত্র আবিষ্কার করে ভুট্টা চাষীদের খরচ কমিয়ে দিয়েছেন ইসলামপুর এগ্রিকালচার অফিসের জয়েন ডিরেক্টর শ্রীকান্ত সিনহা। কম খরচে ভুট্টা চাষের দিশা দেখাচ্ছেন তাঁর যন্ত্র। এসএসবি পদ্ধতিতে শুরু হয়েছে হাইব্রিড ভুট্টা চাষ। কৃষি নির্ভর উত্তর দিনাজপুর জেলায় এবার শ্রীকান্ত সিনহার এসএসবি যন্ত্রে বোরিং পদ্ধতিতে কমছে ভুট্টার চাষের খরচ।

ইসলামপুর মহকুমার যুগ্ম উপকৃষি আধিকর্তা(প্রশাসন) হলেন শ্রীকান্ত সিনহা। তার এই যন্ত্র ব্যবহার করে ইসলামপুর মহাকুমা এলাকায় এবার ২৭০ একর জমিতে ভুট্টা চাষ হয়েছে। শ্রীকান্ত সিনহার এই যন্ত্র পেয়ে খুশি কৃষকরা। এই যন্ত্রতে বিনা চাষেই ভুট্টা লাগাতে পারছেন সকলে।

advertisement

শ্রীকান্ত সিনহা বলেন,”এই যন্ত্র দিয়ে ভুট্টা চাষ করলে প্রতি জমির একর প্রতি নয় থেকে দশ হাজার টাকা চাষীদের সাশ্রয় হয়। এই যন্ত্রের মাধ্যমে জমিতে ধান কাটার সাতদিন পরেই একই জমিতে ভুট্টা লাগানো যায় বিনা চাষে। এই পদ্ধতিতে ভুট্টা লাগালে সারের অপচয় হয় না, জলের খরচও কম লাগে,জমিতে মাটির উর্বরতাও ভালো থাকে।”

advertisement

সেই মোতাবিক উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই পদ্ধতিতে চাষ হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন রাজ্যের থেকে এই মেশিনের খোঁজ নেওয়া হচ্ছে এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসে এসে বিহারের আধিকারিকরাও শিখে যাচ্ছেন কিভাবে চাষ করতে হবে এবং বিহারেও শ্রীকান্ত সিনহার এই যন্ত্রের সাহায্যে চাষ হচ্ছে। এই মেশিনের মাধ্যমে ভুট্টা চাষ করার কারণে খুশি রয়েছেন কৃষকরা ।

advertisement

আরও পড়ুনঃ Tribe Rituals: নারীর জন্য ফুটন্ত ঘিয়ে হাত ডোবান পুরুষরা! বাঁকুড়ার আদিবাসীদের এই ধর্মীয় উৎসব দেখলে অবাক হবেন

কৃষকরা জানিয়েছেন,”প্রতি জমির একর প্রতি ৯ থেকে ১০ হাজার টাকা আমাদের বেঁচে যাচ্ছে এবং পরিশ্রমও কম হচ্ছে বর্তমানে ভুট্টা গাছের চেহারাও ভালো রয়েছে। শ্রীকান্ত সিনহার নতুন এই যন্ত্র ভুট্টা চাষের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। লাভও হচ্ছে অনেক বেশি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North Dinajpur News: নতুন যন্ত্রে ভুট্টা চাষ, খরচ কমবে অনেকটাই, কৃষকদের লাভ বাড়বে বহু গুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল