এই চাষ করে অনেকখানি লাভের মুখ দেখছেন চাষিরা। এই চাষ বিকল্প হিসাবে যথেষ্টই লাভজনক। কারণ সারা বছরই কমবেশি এই ফসলের যথেষ্ট চাহিদা থাকে। এ বিষয়ে চাষিসন্তোষ মাহাতো বলেন , মোটামুটি ভুট্টার ফলন ভালো হয়েছে। খুব বেশি লাভ না হলেও চাষের খরচ উঠবে। মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে সরকারি সহায়তা কিছুটা পাওয়া যায় তাতে তাদের চাষে সুবিধা হয়।
advertisement
আরও পড়ুন: হু হু করে বেড়েই চলেছে সোনার দাম ! দেখে নিন কলকাতায় কত হল
এরই পাশাপাশি লোকাল যে ভুট্টার চাহিদা রয়েছে সেই মতবীজ এনে তিনি চাষ করেছেন। এ বিষয়ে আরও এক চাষিমৃণাল কান্তি মাহাতো বলেন , তিনি বিকল্প হিসেবে ভুট্টা চাষ করেছেন। এই চাষে লাভ ভালই হবে এমনটাই আশা রাখছেন তিনি।
আরও পড়ুন: সোনার কয়েন কেনার কথা ভাবছেন? হলুদ ধাতুতে বিনিয়োগের আরও স্মার্ট উপায় রয়েছে, সেগুলো জেনে নিন
রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়াতে চাষবাস খুব কম হয়। বিকল্প চাষ হিসাবে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর এই মরশুমে ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়ে উঠেছে চাষিদের কাছে। কিছুটা হলেও বাড়তি রোজগারের পথ পাচ্ছেন চাষিরা।
শমিষ্ঠা ব্যানার্জি





