PIB Fact Check এর তরফে ভিডিওটি সম্পূর্ণ ফেক বলে ঘোষণা করা হয়েছে ৷ পিআইবি-র তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অর্থ মন্ত্রকের তরফে এরকম কোনও যোজনা চালানো হচ্ছে না ৷
ট্যুইটে পিআইবি-র তরফে জানানো হয়েছে, একটি হোয়াসটঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে দেশের অর্থ মন্ত্রক এমারজেন্সি ক্যাশ বিতরণ করছে সকলের মধ্যে ৷ এমারজেন্সি ক্যাশ হিসেবে প্রত্যেককে ৬ মাসের জন্য প্রতি মাসে ১.৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে ৷
advertisement
#PIBFactCheck এই দাবিকে সম্পূর্ণ ফেক বলে ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি দেশের নাগরিকদের কোনওরকম যোজনার উপর বিশ্বাস করার আগে সেটি ভাল করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে সমস্ত যোজনার তথ্য প্রথমে মন্ত্রকের তরফে জারি করা হয়ে থাকে ৷ তাই যে কোনও যোজনার ক্ষেত্রে আবেদন করার আগে নির্ধারিত মন্ত্রকের ওয়েবসাইট, পিআইবি বা অন্যান্য ভরসা যোগ্য মাধ্যমে যাচাই করা অত্যন্ত জরুরি ৷ না হলে হতে পারে বড় টাকার লোকসান ৷
করোনা মহামারির জেরে দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মাঝে মধ্যেই বিভিন্ন ফেক খবর ভাইরাল হতে দেখা যাচ্ছে ৷ করোনাকালে এরকম ফেক খবর ছড়িয়ে পড়া থেকে আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷